ITBP-এ হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
প্রিয় চাকরী পার্থী >>>>
তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিপুল পরিমানে মাসিক বেতনের বিনিময়ে Indo Tibetan Border Police Force অর্থাৎ ITBP-তে হেড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এই চাকরীর নোটিশটির সম্পূর্ণ তথ্য নিয়ে। আমরা নীচের প্রতিবেদনটির মধ্যে উক্ত চাকরীর সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ বেতন, বয়স, শূন্যপদ, যোগ্যতা ইত্যাদি বিষয় গুলির সম্পর্কে।
তাই তোমরা যারা উক্ত পদে আবেদন করতে চাও তোমরা অবশ্যই নীচের সম্পূর্ণ তথ্য গুলি ভালোভাবে পড়ো এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
ITBP-এ হেড কনস্টেবল পদে নিয়োগের তথ্য
❐ পদের নাম ➔ হেড কনস্টেবল (Head Constable)
❐ শূন্যপদ ➔ ২৩ টি
- পুরুষ- UR-11, EWS-2, OBC-3, SC-4 মোট- ২০ টি
- মহিলা- UR-2, SC-1 মোট- ৩টি
❐ শিক্ষাগত যোগ্যতা ➔ যেকোনো স্বীকৃত উনিভারসিটি থেকে ফিজিওলজিতে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবে।
❐ বয়সসীমা ➔
- ১১ই নভেম্বর ২০২২, তারিখে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
❐ মাসিক বেতন ➔ Level-4 অনুযায়ী বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
আবেদন শুরু ➔ ১৩ই অক্টোবর ২০২২
আবেদন শেষ ➔ ১১ই নভেম্বর ২০২২
❐ আবেদন পদ্ধতি ➔ পার্থীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❐ আবেদন মুল্য ➔ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে ও Female/ Ex-servicemen/ Sc/ St প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী লাগবে না।
❐ নিয়োগ পদ্ধতি ➔ লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন করার লিঙ্ক | Click Here |
No comments:
Post a Comment