Breaking




Sunday, 14 May 2023

ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা PDF || Important Missiles of India

ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা PDF || Important Missiles of India

ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা PDF || Important Missiles of India
ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা PDF || Important Missiles of India
সুপ্রিয় ছাত্রছাত্রী,
তোমাদের জন্য আজ আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতের বিভিন্ন মিসাইল তালিকা PDF। যে পোস্টটিতে খুব সুন্দর ভাবে আমরা গুছিয়ে ভারতের বিভিন্ন বিভাগ অনুযায়ী মিসাইল গুলির নাম, ব্যাপ্তি এবং গতি সহ শেয়ার করছি। যাতে তোমাদের এই পোস্টটির সম্পর্কে জানতে কোনো রকম সমস্যা না হয়। আজকের টপিকটি খুবই উপযোগী একটি পোস্ট আগত সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে শুরু করে দাও এবং PDF-টিও সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 

ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা

▰ মিসাইল আকাশ
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩০-৩৫ কিমি
▰ গতি ➺ ম্যাক ২.৫-৩.৫

▰ মিসাইল ➺ বারাক ৮
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ১০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ২

▰ মিসাইল ➺ ত্রিশূল
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৯ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ পৃথ্বী I
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ১৫০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ পৃথ্বী II
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩৫০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ অগ্নি-I
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৭০০-১২৫০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৭.৫

▰ মিসাইল ➺ অগ্নি-II
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ২০০০-৩০০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ১২

▰ মিসাইল ➺ অগ্নি-III
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩৫০০-৫০০০ কিমি
▰ গতি ➺ ৫-৬কিমি/সে.

▰ মিসাইল ➺ অগ্নি-IV
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩০০০-৪০০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৭

▰ মিসাইল ➺ অগ্নি-V
✽ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৫০০০-৮০০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ২৪

▰ মিসাইল ➺ প্রহার
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ১৫০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ ধনুষ
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩৫০-৬০০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ শৌর্য্য
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৭৫০-১৯০০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ নভোতর K-100
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩০০-৪০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৩.৩

▰ মিসাইল ➺ MICA
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৫০০ মি.-৮০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৪

▰ মিসাইল ➺ অস্ত্র
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৮০-১১০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৪.৫+

▰ মিসাইল ➺ অ্যাডভান্সড এয়ার ডিফেন্স
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ উচ্চতা- ১২০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ পৃথ্বী ডিফেন্স ভেহিকেল
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ উচ্চতা – ৩০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৪.৫

▰ মিসাইল ➺ পৃথ্বী এয়ার ডিফেন্স
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ উচ্চতা- ৮০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৫+

▰ মিসাইল ➺ নির্ভয়
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ১০০০-১৫০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ০.৮

▰ মিসাইল ➺ ব্রাহ্মস
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ২৯০ কিমি
▰ গতি ➺ ম্যাক ২.৮-৩

▰ মিসাইল ➺ ব্রাহ্মস II
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৭

▰ মিসাইল ➺ নাগ
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৪ কিমি
▰ গতি ➺ ২৩০মি./সে.

▰ মিসাইল ➺ হেলিনা
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৭.৮ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ অমোঘ
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ২.৮ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ K-5
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৬০০০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ K-4
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৩৫০০-৫০০০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ সাগরিকা
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ৭০০-১৯০০ কিমি
▰ গতি ➺ -----

▰ মিসাইল ➺ অশ্বিন
⬤ রেঞ্জ/ব্যাপ্তি ➺ ১৫০-২০০ কিমি
▰ গতি ➺ ম্যাক ৪.৫

ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র তালিকা PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  350 KB


No comments:

Post a Comment