Breaking




Wednesday 14 September 2022

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ || NABARD Development Assistant Recruitment 2022

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
ডিয়ার চাকরীপার্থী ......
তোমরা যারা মোটামুটি নম্বর পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে বাড়িতে বসে আছো এবং ভাবছো কোন চাকরীর জন্য অ্যাপ্লাই করবে তোমাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। জাতীয় কৃষি ও গ্রাম উন্নয়নের পক্ষ থকে একটি বিজ্ঞপ্তি বের করছে গ্রুপ বি পদে। তাই তোমরা মনোযোগ সহকারে নীচে দেয় আবেদন পদ্ধতি নিয়ে একটি সংক্ষিপ্ত আকারে প্রতিবেদনটি পড়ে নাও এবং সেই মতো আবেদন করা শুরু করে দাও আর দেরি না করে। 

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগ

❐ পদের নাম ➺ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট [Development Assistant]

❐ মোট শূন্যপদ ➺ ১৭৩ টি (Gen- ৮০ টি, SC- ২১ টি, ST- ১১ টি, OBC- ৪৬ টি, EWS- ১৫ টি)

❐ শিক্ষাগত যোগ্যতা ➺ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

❐ পদের নাম ➺ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) [Development Assistant (Hindi)]

❐ মোট শূন্যপদ ➺ ৪ টি (Gen- ৩ টি, ST- ১ টি)

❐ শিক্ষাগত যোগ্যতা ➺ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ হিন্দি অথবা ইংরেজি প্রধান বিষয় সহ স্নাতক ডিগ্রী থাকতে হবে। 

❐ মাসিক বেতন ➺ উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে ১৩,১৫০ টাকা থেকে ৩৪,৯৯০ টাকা পর্যন্ত।

❐ বয়সসীমা  ১লা সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

❐ কারা আবেদন করতে পারবেন ➺ পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু ➺ ১৫ই সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ ➺ ১০ই অক্টোবর ২০২২

❐ আবেদন পদ্ধতি ➺ পার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

❐ নিয়োগ পদ্ধতি ➺ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিসিয়াল Link 
Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment