Breaking




Saturday 10 September 2022

সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ ২০২২

অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ ২০২২ || Recruitment of Assistant Sub Inspector and Head Constable in CISF 2022

সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ ২০২২

সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ ২০২২
ডিয়ার চাকরীপার্থী......
তোমদের যাদের পশ্চিমবঙ্গ পুলিশ হবার স্বপ্ন এবং যারা এই পদ গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য একটি আনন্দের খবর, আমরা আজ CISF-2022 এর ঘোষণা অনুযায়ী অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগের 2022 একটি বিজ্ঞপ্তি বের করে। যে বিজ্ঞপ্তিতে এই পদ গুলির জন্য সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আমরা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই তোমরা নীচে দেওয়া খুবি সহজ ভাষায় লেখা সম্পূর্ণ পোস্টটি ভালো ভাবে পড়ে নাও এবং সেই মতো প্রস্তুতি নিতে শুরু করে দাও। 
সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ ২০২২

পদের নাম ➙ অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার)

 মোট শূন্যপদ ➙ ১২২টি  [ পুরুষ - ৯৪টি, মহিলা - ১০টি, ডিপার্টমেন্টাল(LDCE) - ১৮টি ]

 মাসিক বেতন ➙ Pay Level-5 অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা 

 পদের নাম ➙ হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)

 মোট শূন্যপদ ➙ ৪১৮টি [ পুরুষ - ৩১৯টি, মহিলা - ৩৬টি, ডিপার্টমেন্টাল(LDCE) - ৬৩টি ]

 মাসিক বেতন ➙ Pay Level-4 অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা 

আবেদন শুরু - ২৬শে সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ - ২৫শে অক্টোবর ২০২২

 শিক্ষাগত যোগ্যতা ➙ উপরিউক্ত দুটি পদের জন্য পার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 

 বয়সসীমা ➙ উপরিউক্ত দুটি পদের জন্য প্রার্থীর জন্ম তারিখ ২৬শে অক্টোবর ১৯৯৭ থেকে ২৫শে অক্টোবর ২০০৪ তারিখের মধ্যে হতে হবে। সুতরাং পার্থীর বয়স ২৫শে অক্টোবর ২০২২ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

 শারীরিক মান
উচ্চতা- পুরুষদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৫ সেন্টিমিটার।
ছাতি- পুরুষদের ক্ষেত্রে ৭৭ থেকে ৮২ সেন্টিমিটার সঙ্গে প্রসারণ করার ক্ষমতা ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে হবে।

 কারা আবেদন করতে পারবেন ➙ পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্য থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

 আবেদন পদ্ধতি ➙ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 আবেদন মুল্য ➙ আবেদন মুল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে, তবে SC/ ST/ ESM এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন প্রকার আবেদন মুল্য লাগবে না।

 নিয়োগ পদ্ধতি ➙ লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।

অফিসিয়াল লিংক-

Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment