ভারতের বিভিন্ন নদীর উপনদী তালিকা PDF | List of Tributaries of rivers in India
ডিয়ার স্টুডেন্ট,
তোমাদের জন্য আমরা আজ ভারতের ভূগোল বিষয়ের একটি অন্যতম টপিক শেয়ার করছি, যে টপিকটি তোমাদের বিশেষভাবে কাজে আসবে। আমরা আজ বিভিন্ন নদীর উপনদী তালিকা PDF এই টপিকটি দিচ্ছি। তোমরা অবশ্যই নীচে দেওয়া প্রথমে তালিকাটি ভালোভাবে পড়বে এবং তার নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নেবে কারন আমরা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন গুলি আসে আমরা সেই ধরনের প্রশ্ন দিয়ে থাকি যাতে তোমাদের মনে রাখতে এবং পরীক্ষার হলে বিশেষ সুবিধা পাও।
ভারতের বিভিন্ন নদীর উপনদীর তালিকা
❖ গঙ্গা নদীর উপনদী ➺ যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী, রামগঙ্গা
❖ সিন্ধু নদীর উপনদী ➺ বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র
❖ কাবেরী নদীর উপনদী ➺ হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা
❖ সুবর্ণরেখা নদীর উপনদী ➺ কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি
❖ যমুনা নদীর উপনদী ➺ গিরি, চম্বল, বেতোয়া
❖ বিতস্তা বা ঝিলাম নদীর উপনদী ➺ লিডার, পীরপঞ্জল, পোহরু
❖ গোদাবরী নদীর উপনদী ➺ ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা
❖ ভাইগাই নদীর উপনদী ➺ ভারাগা, মনজালারু, খিরদুমাল
❖ ময়ূরাক্ষী নদীর উপনদী ➺ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর
❖ কৃষ্ণা নদীর উপনদী ➺ তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা
❖ মহানদী নদীর উপনদী ➺ ইব, হাঁসদেও, মান্দ
❖ নর্মদা নদীর উপনদী ➺ হিরণ, বর্ণা, ওরসাং
❖ ব্রহ্মপুত্র নদীর উপনদী ➺ তিস্তা, তোর্সা
❖ সবরমতী নদীর উপনদী ➺ ওয়াকাল, হরনভ
❖ তুঙ্গভদ্রা নদীর উপনদী ➺ ভারদা, হবরি
❖ তিস্তা নদীর উপনদী ➺ রঙ্গীত, রজনী
❖ লুনি নদীর উপনদী ➺ জোজরী, সাগি
❖ ধানসিঁড়ি নদীর উপনদী ➺ নামবার, কল্যাণ
❖ জলঢাকা নদীর উপনদী ➺ মুক, দিহানা
❖ ব্রাহ্মণী নদীর উপনদী ➺ টিকরা, কারা
❖ তাপ্তী নদীর উপনদী ➺ পূর্ণা, গিরনা
❖ শতদ্রু নদীর উপনদী ➺ বিপাশা
❖ বৈতরণী নদীর উপনদী ➺ সালা
❖ মুসী নদীর উপনদী ➺ আলেরু
❖ দামোদর নদীর উপনদী ➺ বরাকর
❖ ঘাটপ্রভা নদীর উপনদী ➺ হিরণ্য কাশী
❖ ভীমা নদীর উপনদী ➺ মুলা
সম্ভাব্য প্রশ্ন উত্তর
❐ গোমতী কোন নদীর উপনদী ?
➞ গঙ্গা
❐ বিপাসা কোন নদীর উপনদী ?
➞ সিন্ধু
❐ ভবানী কোন নদীর উপনদী ?
➞ কাবেরী
❐ কাঞ্চী কোন নদীর উপনদী ?
➞ সুবর্ণরেখা
❐ চম্বল কোন নদীর উপনদী ?
➞ যমুনা
❐ ইন্দ্রাবতি কোন নদীর উপনদী ?
➞ গোদাবরী
❐ ভারাগা কোন নদীর উপনদী ?
➞ ভাইগাই
❐ দ্বারকা কোন নদীর উপনদী ?
➞ ময়ূরাক্ষী
❐ তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
➞ কৃষ্ণা
❐ ইব কোন নদীর উপনদী ?
➞ মহানদী
❐ হিরণ কোন নদীর উপনদী ?
➞ নর্মদা
❐ তিস্তা কোন নদীর উপনদী ?
➞ ব্রহ্মপুত্র
❐ ওয়াকাল কোন নদীর উপনদী ?
➞ সবরমতী
❐ ভারদা কোন নদীর উপনদী ?
➞ তুঙ্গভদ্রা
❐ রজনী কোন নদীর উপনদী ?
➞ তিস্তা
❐ পূর্ণা কোন নদীর উপনদী ?
➞ তাপ্তী
❐ বিপাশা কোন নদীর উপনদী ?
➞ শতদ্রু
❐ সালা কোন নদীর উপনদী ?
➞ বৈতরণী
❐ বরাকর কোন নদীর উপনদী ?
➞ দামোদর
❐ হিরণ্য কাশী কোন নদীর উপনদী ?
➞ ঘাটপ্রভা
❐ মুলা কোন নদীর উপনদী ?
➞ ভীমা
ভারতের বিভিন্ন নদীর উপনদী PDF টি সংগ্রহ করতে নীচের Download-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন নদীর উপনদী
File Format: PDF
No. of Pages: 02
File Size: 275 KB
No comments:
Post a Comment