Breaking




Wednesday 28 September 2022

৫২০ গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা PDF ||| List of 520 important antonyms In Bengali PDF

৫২০ গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা PDF ||| List of 520 important antonyms In Bengali PDF

৫২০ গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা PDF ||| List of 520 important antonyms Bengali PDF
৫২০ গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা PDF ||| List of 520 important antonyms Bengali PDF
প্রিয় স্টুডেন্টস >>>>
তোমরা অনেকেই আছো যারা ৫২০ বিপরীত শব্দ তালিকা PDF-এই পোস্টটির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে ছিলে। তাই আমরা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার ফল স্বরূপ এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এই পোস্টটির মধ্যে দিচ্ছি খুবি গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ যে শব্দ গুলি পড়লেই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ। 
তাই তোমরা কোন রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচের দেওয়া সংক্ষিপ্ত আকারে দেওয়া কিছু বিপরীত শব্দ গুলি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে পড়া শুরু করে দাও। তোমাদের আরও একটা উপদেশ দিতে পারি তোমরা পারলে একটু কষ্ট করে এই PDF-টি প্রিন্ট আউট করে নিতে পারো তাহলে তোমাদের পড়তে খুবি সুবিধা হবে।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

  ক্ষয়িষ্ণুবর্ধিষ্ণু
  ক্ষিপ্ত ➔ প্রকৃতিস্ত
  ক্ষুদ্রত্ব ➔ বৃহত্ত্ব
  গরিষ্ঠ ➔ লঘিষ্ঠ
  গূঢ় ➔ ব্যক্ত
   গেঁয়ো ➔ শহুরে
  গ্রহণীয় ➔ বর্জনীয়
   গ্রাম ➔ নাগরিক
  ঘাতক ➔ পালক
   চঞ্চল ➔ স্থির
  চলিত ➔ সাধু
   ছেলে ➔ বুড়ো,মেয়ে
  জটিল ➔ সরল
   জয় ➔ পরাজয়
  জিন্দাবাদ ➔ মুর্দাবাদ
   জোড় ➔ বিজোড়
  জ্যেষ্ঠা ➔ কনিষ্ঠা
   আপ্যায়ন ➔ প্রত্যাখ্যান
  আমদানি ➔ রপ্তানি
   অগ্রজ ➔ অনুজ
  অধোগামী ➔ ঊর্দ্ধগামী
   অনুকূল ➔ প্রতিকূল
  অনুরক্ত ➔ বিরক্ত
  অন্তঃ ➔ বহিঃ
  অপকারী ➔ উপকারী
  অবনত ➔ উন্নত
  অভিজ্ঞ ➔ অনভিজ্ঞ
  অবাচী ➔ উদীচী
  অহিংস ➔ সহিংস
  অভিমানিনী ➔ নিরভিমানা
  অলস ➔ পরিশ্রমী
  অসীম ➔ সসীম
  অহংকারী ➔ নিরহংকার
  আরম্ভ ➔ শেষ
  কাঁচা ➔ পাকা
  চঞ্চল ➔ স্থির
   বাঁচা ➔ মরা
  তরুণ ➔ বৃদ্ধ
  সত্য ➔ মিথ্যা
   দূর ➔ নিকট
  স্বাধীন ➔ পরাধীন
  নূতন ➔ পুরাতন
  উদয় ➔ অস্ত
  ঊর্ধ্ব ➔ অধঃ
  একাল ➔ সেকাল
  ইচ্ছা ➔ অনিচ্ছা
  পুরুষ ➔ নারী
  মর্যাদা ➔ অমর্যাদা
  মুখর ➔ মৌনী
  মুক্ত ➔ বন্দী
  যশ ➔ কলঙ্ক
  রসিক ➔ বেরসিক
  রোগগ্রস্ত ➔ রোগমুক্ত
  লঘু ➔ গুরু
   শত্রু ➔ মিত্র
  নৈঃশব্দ্য ➔ সশব্দতা
  পরার্থ ➔ স্বার্থ
  পাপ ➔ পুণ্য
  পুরুষ ➔ নারী 
  পূর্ব ➔ পশ্চিম
  প্রকৃষ্ট ➔ নিকৃষ্ট
  প্রাচী ➔ প্রতীচী
❏  প্রবণতা ➔ ঔদাসীন্য
 বিপরীত শব্দের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: ৫২০ গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ

File Format:  PDF

No. of Pages:  10

File Size:  2 MB

Download Link :

     


No comments:

Post a Comment