Breaking




Tuesday 31 October 2023

২৬০+ বাংলা সমার্থক শব্দ তালিকা PDF || Bengali Samarthak Shobdo

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF 

২৬০+ সমার্থক শব্দ তালিকা PDF || Bengali Samarthak Shobdo
২৬০+ সমার্থক শব্দ তালিকা PDF || Bengali Samarthak Shobdo
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলা শব্দের কিছু খুবই গুরুত্বপূর্ণ সমার্থক শব্দনিয়ে। সমার্থক শব্দ হল এমন একটি বিষয় যা প্রাইমারী টেট, সি টেট, আবগারি পুলিশের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলিতে এই বিষয়টি থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তাই আমাদের এখন এই গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকার Pdf টি সংগ্রহ করে, খুবই মনোযোগ দিয়ে পড়ে রাখা উচিত।

সমার্থক শব্দ কাকে বলে ?

উত্তর ঃ সমার্থক বলতে সমান অর্থকে বুঝায়। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym.

 সমার্থক শব্দের গুরুত্ব ও প্রয়োজনীয়তা :

মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে হলে আমাদের অবশই সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। তাই সমার্থক বা প্রতিশব্দের ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে:

⦿ প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে।
⦿ গুরুচন্ডালি দোষমুক্তির প্রয়োজনে সমার্থক শব্দভান্ডার সমৃদ্ধ হওয়া প্রয়োজন।
⦿ গাম্ভীর্যপূর্ণ বক্তব্য প্রদান-যথাযথ প্রতিশব্দ বা সমার্থক ছাড়া সম্ভব নয়।
⦿ মনের ভাব প্রকাশের কাজকে ‍সহজ করে দেয়।
⦿ ভাষাশৈলীর অবয়ব গঠনকে বলিষ্ঠ করে।
⦿ বাক্য বিন্যাসের ক্ষেত্রে মাধুর্য আনয়ন করে।
⦿ সৃজনশীল সাহিত্য সৃষ্টি করে।
⦿ প্রতিশব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ।
⦿ কবিতার উপমা, শব্দ চয়ন ও ভাষার আতিশয্যে গাম্ভীর্যের বিকাশ ঘটায়।
⦿ মননশীল সাহিত্য সৃষ্টি ও আধুনিক ধারা বিকাশে সহায়ক।

কিছু সমার্থক শব্দ নমুনা আকারে

শব্দ সমার্থক শব্দ
অগ্নি অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
অখণ্ড সম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক।
অপূর্ব অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, মনোরম, সুন্দর।
অবকাশ সময়, ফূসরত, অবসর, ছুটি, সুযোগ, বিরাম।
অক্লান্ত ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অনলস, নিরলস, অদম্য, উদ্যমী, পরিশ্রমী, অশ্রান্ত।
অক্ষয় চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অব্যয়, অবিনাশী, অলয়, অনশ্বর, লয়হীন, অমর, স্থায়ী।
অঙ্গ দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, গতর, কাঠামো, আকৃতি, দেহাংশ।
অবস্থা দশা, রকম, প্রকার, গতিক, হাল, স্তিতি, অবস্থান, পরিবেশ, ঘটনা, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, স্টাটাস।
অকস্মাৎ আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ।
অকাল অসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়।
অঙ্গীকার পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প।
অতিশয় অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত।
অচল গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত।
অল্প কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ।
অলস কুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে।
অভাব অনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা।
অপরিচিত অজানা, নাজানা, অজ্ঞাত, অচিন।
অনুরোধ আবেদন, আবদার, আরজি, বায়না।
অনুজ্জ্বল নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ।
অনন্ত অবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী।
অধিবেশন পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া।
অদৃশ্য অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা ।
অত্যাচার উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা।
অতীত গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল।
অতিরিক্ত অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা।
অজ্ঞ অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব।
অচেতন অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ।
অশ্ব ঘোড়া, বাজী, তুরগ, হ্রেষা, টাঙ্গন।
অখ্যাতি নন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম, অপবাদ।
অন্ধকার আঁধার, তিমির, তমসা, শর্বর, অমা, নিষ্প্রদীপ, তমিস্র, তম, তমঃ, নিরালোক।
অতিথি মেহমান, কুটুম, আগন্তুক, আমন্ত্রিত।
অপচয় অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
অনাদর উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন।
অচল গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত।
অনিল বায়ু, বাতাস
অর্ক সূর্য, অরুণ, আফতাব, সবিতা।
অনীক সৈনিক, সৈন্য।
অশ্রু লোর, নীর, অশ্রুবারি, নয়নজল, নেত্রজল।
অটবী বন, বিটপি, গাছ, বৃক্ষ।
অট্টালিকা প্রাসাদ।
অরণ্য বিপিন, কানন, জঙ্গল, বন, বাগান।
স্বর্গ দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত।
অষ্টরম্ভা আটজন অপ্সরী।
অয়োময় লৌহময়
অপলাপ অস্বীকার করা
অভিনিবেশ মনোযোগ
আইন বিধান, কানুন, বিহিতক, অধিনিয়ম, বিধি, অনুবিধি, উপবিধি, ধারা, বিল, নিয়ম, নিয়মাবলি, বিধিব্যবস্থা।
আদি প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, মূল।
আনন্দ হর্ষ, হরষ, পুলক, সুখ, স্ফূতর্ত, সন্তোষ, পরিতোষ, প্রসন্নতা, আমোদ, প্রমোদ, হাসি, উল্লাস, মজা, তুষ্টি, খুশি, হাসিখুশি।
আসল খাঁটি, মূলধন, মৌলিক, মূল, প্রকৃত, যথার্থ।

 

বাংলা সমার্থক শব্দ তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name: ২৬০+ বাংলা সমার্থক শব্দ

File Format:  PDF

No. of Pages:  08

File Size:  461 KB



No comments:

Post a Comment