Breaking




Thursday, 22 September 2022

কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২২ || Kolkata Municipality Recruitment 2022

কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২২ || Kolkata Municipality Recruitment 2022

কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২২ || Kolkata Municipality Recruitment 2022
কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২২ || Kolkata Municipality Recruitment 2022
সুপ্রিয় চাকরী পার্থী.....
আমরা আজ তোমাদের কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২২-এর সম্পর্কে একটি প্রতিবেদন তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। যে প্রতিবনটির মধ্যে উক্ত চাকরীর সমস্থ্য তথ্য গুলি খুব সুন্দর ভাবে দেওয়া থাকবে এবং কীভাবে আবেদন করতে হবে সেই তথ্য গুলিও সহজ ভাবে দেওয়া থাকবে।
অতএব তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে নীচের তথ্য গুলি অনুযায়ী আবেদন করা শুরু করে দাও। 

কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ

 ☀ পদের নাম ➺ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট

☀ মোট শূন্যপদ ➺ ২ টি [UR- ১ টি, SC- ১ টি]

☀ শিক্ষাগত যোগ্যতা ➺ 
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। 
  • এছাড়াও MS- Office এর কাজ ও এয়ার পলিউশন অথবা এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোল নিয়ে অন্ততপক্ষে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।

☀ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

☀ মাসিক বেতন ➺ ৪২,০০০ টাকা

☀ পদের নাম ➺ প্রজেক্ট অ্যাসোসিয়েট [টেকনিক্যাল]

☀ মোট শূন্যপদ ➺ ১ টি

☀ শিক্ষাগত যোগ্যতা ➺ 
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। 
  • এছাড়াও MS- Office এর কাজ ও এয়ার পলিউশন অথবা এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোল নিয়ে অন্ততপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।

☀ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

☀ মাসিক বেতন ➺ ৩৫,০০০ টাকা 

☀ পদের নাম ➺ প্রজেক্ট অ্যাসোসিয়েট [অ্যাডমিনিস্ট্রেটর]

☀ মোট শূন্যপদ ➺ ১ টি

☀ শিক্ষাগত যোগ্যতা ➺ M.B.A কোর্স করে থাকতে হবে

☀ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

☀ মাসিক বেতন ➺ ৩৫,০০০ টাকা

☀ পদের নাম ➺ প্রজেক্ট অ্যাসোসিয়েট [IT]

☀ মোট শূন্যপদ ➺ ১ টি

☀ শিক্ষাগত যোগ্যতা ➺ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স এ M.C.A/ B.Tech কোর্স করে থাকতে হবে।

☀ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

☀ মাসিক বেতন ➺ ৩৫,০০০ টাকা

☀ পদের নাম ➺ ডাটা এন্ট্রি অপারেটর [D.E.O]

☀ মোট শূন্যপদ ➺ ২ টি [UR- ১ টি, SC- ১ টি]

☀ শিক্ষাগত যোগ্যতা ➺ 
  • যেকোনো শাখায় স্নাতক কোর্স পাশ করে থাকতে হবে।
  • এছাড়াও প্রার্থীকে কম্পিউটারে MS- Office এর কাজ অবশ্যই জেনে থাকতে হবে।

☀ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

☀ মাসিক বেতন ➺ ১১,০০০ টাকা


আবেদন শুরু ➺ ২২শে সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ ➺ ১৪ই অক্টোবর ২০২২

☀ আবেদন পদ্ধতি ➺ পার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

☀ কীভাবে আবেদন করবে ➺  
  • আবেদনপত্রটি সঠিক ভাবে পূর্ণ করে নিম্নে উল্লেখিত email ID-তে mail করতে হবে।
  • আবেদনপত্রটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি PDF আকারে বানিয়ে দিতে হবে। 
  • পার্থীকে আবেদন করার সময় mail-এ অবশ্যই উল্লেখ করতে কোন পদের জন্য আবেদন করছেন।

Email id :- aqmc_eh@kmcgov.in

☀ নিয়োগ পদ্ধতি ➺ মোট ১০০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment