Breaking




Friday, 30 September 2022

মাধ্যমিক পাশে পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

মাধ্যমিক পাশে পূর্ব রেলওয়ের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

মাধ্যমিক পাশে পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
মাধ্যমিক পাশে পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
ডিয়ার চাকরীপার্থী .....
তোমাদের জন্য আমরা আজ মাধ্যমিক পাশে শিয়ালদা, মালদা, হাওড়া, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ডিভিশনে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমরা এই প্রতিবেদনটির মধ্যে উক্ত পদের সম্পূর্ণ তথ্য গুলি খুবি সহজ ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তাই তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ো এবং উল্লেখিত তারিখ অনুযায়ী আবেদন করা শুরু করে দাও। 

পদের নাম ➜ Apprentice

 শুন্যপদ ➜ ৩,১১৫ টি

 শিক্ষাগত যোগ্যতা ➜ ৫০% নম্বরে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। আরও জানতে নোটিশটি সংগ্রহ করে পড়ো।

 মাসিক বেতন ➜ ১৮,০০০ টাকা 

 বয়সসীমা ➜ প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। 
  • SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবে
  • OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে
  • PwBD প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবে
 নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থী নির্বাচন করা হবে কেবলমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

 আবেদন পদ্ধতি ➜ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরু ➜ ৩০শে সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ২৯শে অক্টোবর ২০২২

 আবেদন মুল্য ➜ OBC/General প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা 
SC/ST/ PWBD /Woman প্রার্থীদের ক্ষেত্রে অনুরূপ আবেদন কি লাগবে না

 যেসকল পদে নিয়োগ করা হবে ➜ ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

 নিয়োগ স্থান ও শূন্যপদ সংখ্যা ➜ 
  • হাওড়া সাব ডিভিশন- ৬৫৯ টি (UR-২৬৭, EWS-৬৬, SC-৯৯, ST-৪৯, OBC-১৭৮)
  • লিলুয়া ওয়ার্কশপ- ৬১২ টি (UR-২৪৯, EWS-১৬৫, SC-৯২, ST-৪৫, OBC-৬১)
  • শিয়ালদা সাব ডিভিশন- ৪৪০ টি (UR-১৭৯, EWS-৪৪, SC-৬৬, ST-৩৩, OBC-১১৮)
  • কাঁচরাপাড়া ওয়ার্কশপ- ১৮৭ টি (UR-৭৬, EWS-১৯, SC-২৮, ST-১৪, OBC-৫০)
  • মালদা সাব ডিভিশন- ১৩৮ টি (UR-৫৭, EWS-২০, SC-১০, ST-৩৭, OBC-১৪)
  • আসানসোল সাব ডিভিশন- ৪১২ টি (UR-১৬৭, EWS-৪১, SC-৬২, ST-৩০, OBC-১১২)
  • জামালপুর ওয়ার্কশপ- ৬৬৭ টি (UR-২৬৮, EWS-৬৭, SC-১০০, ST-৫১, OBC-১৮১)

Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল সাইট Click Here

No comments:

Post a Comment