সৌরজগতের বিভিন্ন গ্রহের পরিক্রমণ কাল তালিকা PDF
![]() |
বিভিন্ন গ্রহের পরিক্রমণ কাল তালিকা [PDF] |
সুপ্রিয় পরীক্ষার্থী... ..
আমরা তোমদের সঙ্গে বিভিন্ন গ্রহের পরিক্রমণ কাল এই পোস্টটি শেয়ার করছি। তোমরা এই তালিকাটি পড়ে রাখতে পারো কারন এই টপিকটি থেকে প্রশ্ন অনেক পরীক্ষায় আসে। যেহেতু এই টপিকটি থেকে প্রশ্ন আসে সেহেতু পড়ে এই ছোটো তালিকাটি পড়ে রাখতে পারো।
বিভিন্ন গ্রহের পরিক্রমণ কাল তালিকা
গ্রহ | পরিক্রমণ কাল |
---|---|
বুধ [Mercury] | ৮৮ দিন |
শুক্ৰ [Venus] | ২২৫ দিন |
পৃথিবী [Earth] | ৩৬৫ দিন ৫ ঘ. ৪৮ মি. ৪৬ সে. |
মঙ্গল [Mars] | ৬৮৭ দিন |
বৃহস্পতি [Jupiter] | ১২ বছর |
শনি [Saturn] | ২৯ বছর ৬ মাস |
ইউরেনাস [Uranus] | প্রায় ৮৪ বছর |
নেপচুন [Neptune] | ১৬৫ বছর |
বামন গ্রহ প্লুটো - একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো। কিন্তু ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ (Dwarf Planet) অ্যাখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না চাঁদের থেকেও ছোটো প্লটো, সূর্যকে পরিক্রমণ করে ২৪৮ বছরে।
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Name: বিভিন্ন গ্রহের পরিক্রমণ কাল তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 150 KB
Download Link :
No comments:
Post a Comment