বিভিন্ন দেশের জাতির জনক তালিকা PDF | Father of Nation of Different Countries
সুপ্রিয় পরীক্ষার্থী,
আজকের গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন দেশের জাতির জনক তালিকা PDF যে পোস্টটি তোমাদের বিশেষভাবে কাজে আসতে চলেছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তাই তোমরা কোনো সময়ের অপচয় না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর আকারে তালিকাটি মুখস্থ করে নাও। যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বিষয়ে কোনো রকম সমস্যা না হয়।
বিভিন্ন দেশের জাতির জনক
❖ ভারতের জাতির জনক কাকে বলা হয় ?
➺ মহাত্মা গান্ধী
❖ পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয় ?
➺ মুহাম্মদ আলী জিন্নাহ
❖ বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় ?
➺ শেখ মুজিবর রহমান
❖ শ্রীলঙ্কার জাতির জনক কাকে বলা হয় ?
➺ ডন স্টিফেন সেনানায়ক
❖ নেপালের জাতির জনক কাকে বলা হয় ?
➺ পৃথ্বী নারায়ন শাহ
❖ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক কাকে বলা হয় ?
➺ জর্জ ওয়াশিংটন
❖ আফগানিস্তানের জাতির জনক কাকে বলা হয় ?
➺ আহমেদ শাহ দুরানি
❖ রাশিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ প্রথম পিটার
❖ আর্জেন্টিনার জাতির জনক কাকে বলা হয় ?
➺ ডন জোস ডি স্যান মার্টিন
❖ দক্ষিণ আফ্রিকার জাতির জনক কাকে বলা হয় ?
➺ নেলসন মেন্ডেলা
❖ নেদারল্যান্ডের জাতির জনক কাকে বলা হয় ?
➺ উইলিয়াম দ্য সাইলেন্ট
❖ চীনের জাতির জনক কাকে বলা হয় ?
➺ সান ইয়াৎ সেন
❖ ইন্দোনেশিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ সুকর্ণ
❖ মায়ানমারের জাতির জনক কাকে বলা হয় ?
➺ আং সান
❖ সিঙ্গাপুরের জাতির জনক কাকে বলা হয় ?
➺ লি কুয়ান ইউ
❖ তুরস্কের জাতির জনক কাকে বলা হয় ?
➺ কেমাল আতাতুর্ক
❖ ইতালির জাতির জনক কাকে বলা হয় ?
➺ দ্বিতীয় ভিত্তোরিও এমানুয়েল
❖ সুইডেনের জাতির জনক কাকে বলা হয় ?
➺ প্রথম গুস্তাভ
❖ স্পেনের জাতির জনক কাকে বলা হয় ?
➺ ক্যাথলিক মোনার্কস
❖ স্কটল্যান্ডের জাতির জনক কাকে বলা হয় ?
➺ ডোনাল্ড ডেওয়ার
❖ মেক্সিকোর জাতির জনক কাকে বলা হয় ?
➺ মিগুয়েল হিদালগো ওয়াই কোস্তিলা
❖ ভিয়েতনামের জাতির জনক কাকে বলা হয় ?
➺ হো চি মিন
❖ মরিশাসের জাতির জনক কাকে বলা হয় ?
➺ স্যার শিউসাগর রামগুলাম
❖ তাঞ্জানিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ জুলিয়াস নায়েরে
❖ সোমালিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ মহম্মদ আব্দুলাহ হাসান
❖ সৌদি আরবের জাতির জনক কাকে বলা হয় ?
➺ ইবন সৌদ
❖ পর্তুগালের জাতির জনক কাকে বলা হয় ?
➺ ডি. আফনসো হেনরিক্স
❖ ক্রোয়েশিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ আন্তে স্টারসেভিক
❖ ব্রাজিলের জাতির জনক কাকে বলা হয় ?
➺ প্রথম ডম পেড্রো ও জোস বোনিফেসিও ডি
❖ কানাডার জাতির জনক কাকে বলা হয় ?
➺ স্যার জন এ. ম্যাকডোনাল্ড
❖ আন্দ্রদার জাতির জনক কাকে বলা হয় ?
➺ ই সিলভা
❖ নাইজেরিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ নামদি আজিকিউই
❖ নামিবিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ স্যাম নুজোমা
❖ পানামার জাতির জনক কাকে বলা হয় ?
➺ সাইমন বলিভার
❖ ভেনেজুয়েলার জাতির জনক কাকে বলা হয় ?
➺ সাইমন বলিভার
❖ বলিভিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ সাইমন বলিভার
❖ কলম্বিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ সাইমন বলিভার
❖ ইরানের জাতির জনক কাকে বলা হয় ?
➺ সাইরাস দ্য গ্রেট
❖ উরুগুয়ের জাতির জনক কাকে বলা হয় ?
➺ জোস গার্ভসিও আর্টিগাস
❖ নরওয়ের জাতির জনক কাকে বলা হয় ?
➺ আইনার গারহার্ডসেন
❖ কম্বোডিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ নরোডম সিহানৌক
❖ কিউবার জাতির জনক কাকে বলা হয় ?
➺ কার্লোস ম্যানুয়েল ডি কেসপেডেস
❖ কেনিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ জোমো কেনিয়েত্তা
❖ ঘানার জাতির জনক কাকে বলা হয় ?
➺ কামেনকুর্মা
❖ নামিবিয়ার জাতির জনক কাকে বলা হয় ?
➺ স্যাম নজুমা
বিভিন্ন দেশের জাতির জনক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের জাতির জনক
File Format: PDF
No. of Pages: 04
File Size: 438 KB
No comments:
Post a Comment