Breaking




Monday 27 March 2023

ভারতের রামসার সাইট 2022 তালিকা PDF [১৩ই আগস্ট ২০২২ আপডেট]

ভারতের রামসার সাইট 2022 তালিকা PDF [১৩ই আগস্ট ২০২২ আপডেট]

ভারতের রামসার সাইট ২০২২ তালিকা PDF {১৩ই আগস্ট ২০২২ আপডেট}
ভারতের রামসার সাইট ২০২২ তালিকা PDF {১৩ই আগস্ট ২০২২ আপডেট}
নমস্কার বন্ধুরা ..
আমারা আজ তোমাদের খুব সুন্দর ভাবে স্বাধীনতার ৭৫তম বছরে ৭৫টি রামসার সাইট তালিক PDF-টি দিচ্ছি। তোমরা অতি অবশ্যই এই তালিকাটি মুখস্থ করে নাও। কারন এই বছর ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের একদিন আগে অর্থাৎ ১৩ই আগস্ট ২০২২ তারিখে আবার নতুন কিছু রামসার সাইট ঘোষণা করা হয়েছে। তাই তোমাদের সেই সম্পূর্ণ তালিকাটি দিলাম।
সুতরাং তোমরা আর কোনো রকম সময়ের অপচয় না করে নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও। এবং কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন গুলিও দেখে নাও।

ভারতের রামসার সাইট ২০২২ তালিকা
 
SL No রামসার সাইট অবস্থান ঘোষণা সাল
০১ কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান ১৯৮১
০২ চিল্কা হ্রদ ওড়িশা ১৯৮১
০৩ সম্বর হ্রদ রাজস্থান ১৯৯০
০৪ হরিকা জলাভূমি পাঞ্জাব ১৯৯০
০৫ লোকটাক হ্রদ মণিপুর ১৯৯০
০৬ উলার হ্রদ জম্মু ও কাশ্মীর ১৯৯০
০৭ রোপার জলাভূমি পাঞ্জাব ২০০২
০৮ কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব ২০০২
০৯ Point Calimere Wildlife and Bird Sanctuary তামিলনাড়ু ২০০২
১০ অষ্টমুদি জলাভূমি কেরালা ২০০২
১১ সস্থামকোট্টা হ্রদ কেরালা ২০০২
১২ পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ ২০০২
১৩ কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ ২০০২
১৪ Tsomoriri লাদাখ ২০০২
১৫ ভেতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশা ২০০২
১৬ ভেম্বানদ কয়াল জলাভূমি কেরালা ২০০২
১৭ দিপর বিল আসাম ২০০২
১৮ ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ ২০০২
১৯ পং ড্যাম হ্রদ হিমাচলপ্রদেশ ২০০২
২০ হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর ২০০৫
২১ চন্দ্র তাল জলাভূমি হিমাচলপ্রদেশ ২০০৫
২২ সুরিনসার মনসার হ্রদ জম্মু ও কাশ্মীর ২০০৫
২৩ রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা ২০০৫
২৪ ঊর্ধ্ব গঙ্গা নদী উত্তরপ্রদেশ ২০০৫
২৫ রেণুকা হ্রদ হিমাচলপ্রদেশ ২০০৫
২৬ নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট ২০১২
২৭ সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ ২০১৯
২৮ নন্দুর মধমেশ্বর মহারাষ্ট্র ২০১৯
২৯ নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব ২০১৯
৩০ নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩১ সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশ ২০১৯
৩২ স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৩ কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ পাঞ্জাব ২০১৯
৩৪ Beas Conservation Reserve পাঞ্জাব ২০১৯
৩৫ সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৬ সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৭ পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০১৯
৩৮ Asan Conservation Reserve উত্তরাখণ্ড ২০২০
৩৯ কার্বাতাল জলাভূমি বিহার ২০২০
৪০ লোনার হ্রদ মহারাষ্ট্র ২০২০
৪১ সুর সরোবর উত্তরপ্রদেশ ২০২০
৪২ Tso Kar Wetland লাদাখ ২০২০
৪৩ ওয়াধভানা জলাভূমি গুজরাট ২০২১
৪৪ থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট ২০২১
৪৫ হায়দেরপুর জলাভূমি উত্তরপ্রদেশ ২০২১
৪৬ খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট ২০২১
৪৭ সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা ২০২১
৪৮ ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানা ২০২১
৪৯ বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশ ২০২১
৫০ পালা জলাভূমি মিজোরাম ২০২১
৫১ সাতকোশিয়া ঘাট ওড়িশা ২০২১
৫২ সিরপুর জলাভূমি মধ্যপ্রদেশ ২০২২
৫৩ সখ্য সাগর মধ্যপ্রদেশ ২০২২
৫৪ কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২১
৫৫ রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কর্ণাটক ২০২২
৫৬ পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ু ২০২২
৫৭ ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু ২০২২
৫৮ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর তামিলনাড়ু ২০২২
৫৯ ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬০ পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু ২০২২
৬১ কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬২ বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬৩ উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৬৪ নন্দা হ্রদ গোয়া ২০২২
৬৫ টাম্পারা লেক ওড়িশা ২০২২
৬৬ হীরাকুদ জলাধার ওড়িশা ২০২২
৬৭ আনসুপা লেক ওড়িশা ২০২২
৬৮   যশবন্ত সাগর মধ্যপ্রদেশ২০২২
৬৯ চিত্রাঙ্গুড়ি পাখির অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭০ সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু ২০২২
৭১ ভাদুভুর পাখির অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭২ কাঞ্জিরানকুলাম পাখির অভয়ারণ্য তামিলনাড়ু ২০২২
৭৩ থানে ক্রিক মধ্যপ্রদেশ ২০২২
৭৪ হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীর ২০২২
৭৫ শালবুগ জলাভূমি সংরক্ষণ রিজার্ভ জম্মু ও কাশ্মীর ২০২২

নমুনা প্রশ্নাবলী 

পশ্চিমবঙ্গের রামসার সাইট কয়টি ?
২টি (পূর্ব কলকাতা জলাভূমি, সুন্দরবন জলাভূমি)

 ভারতের বর্তমানে মোট রামসার সাইট কয়টি ?
৭৫ টি 

 ভারতের প্রথম রামসার সাইট কোনটি এবং কবে ঘোষণা হয় সেটি ?
➪ কেওলাদেও ন্যাশনাল পার্ক। ১লা জানুয়ারি ১৯৮১ সালে

 চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ?
➪ ওড়িশা।

 সখ্য সাগর কোথায় অবস্থিত ?
➪ মধ্যপ্রদেশ।
ভারতের রামসার সাইট 2022 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: ভারতের রামসার সাইট ২০২২ তালিকা

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  817 KB


No comments:

Post a Comment