ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India In Bengali PDF
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমদের সঙ্গে বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF আকারে দিচ্ছি। তোমরা অবশ্যই এই পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়বে, কারন এই পোস্টটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে।
এই পোস্টটি থেকে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ? পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত ? এই রকমের প্রশ্ন আসে।
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা
উপকূল রেখা | দৈর্ঘ্য |
---|---|
গুজরাট | ১২১৪.৭ কিমি |
অন্ধ্রপ্রদেশ | ৯৭৩.৭ কিমি |
তামিলনাড়ু | ৯০৬.৯ কিমি |
মহারাষ্ট্র | ৬৫২.৬ কিমি |
কেরালা | ৫৬৯.৭ কিমি |
ওড়িশা | ৪৭৬.৪ কিমি |
কর্ণাটক | ২৮০ কিমি |
পশ্চিমবঙ্গ | ১৫৭.৫ কিমি |
গোয়া | ১০১ কিমি |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৯৬২ কিমি |
লাক্ষাদ্বীপ | ১৩২ কিমি |
পুদুচেরি | ৪৭.৬ কিমি |
দমন ও দিউ | ৪২.৫ কিমি |
ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য | ৭৫১৬.৬ কিমি |
বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য
File Format: PDF
No. of Pages: 01
File Size: 147 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
কে কার আমলে ভারতে আসেন | Click Here |
ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান | Click Here |
No comments:
Post a Comment