ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান তালিকা PDF || List of different hill towns and their locations in India PDF
![]() |
| ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান তালিকা PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান তালিকা PDF-টি। তোমরা অবশ্যই PDF-টি সংগ্রহ করে নাও। কারন এই পোস্টটি একটি খুবি গুরুত্বপূর্ণ একটি পোস্ট সকল প্রকার চাকরীর পরীক্ষার গুলির জন্য।
এই টপিকটি থেকে ⃞ সিমলা কোন শহরে অবস্থিত ? ⃞ গ্যাংটক কোন শহরে অবস্থিত ? ⃞ হাফলং কোন শহরে অবস্থিত ? এই ধরনের প্রশ্ন আসে। তাই তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচের তালিকাটি মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও পড়ে অফলাইনে পড়ার জন্য।
ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান তালিকা
| শৈল শহর | অবস্থান (রাজ্য) |
|---|---|
| মিরিক | পশ্চিমবঙ্গ |
| কালিম্পং | পশ্চিমবঙ্গ |
| কার্সিয়াং | পশ্চিমবঙ্গ |
| দার্জিলিং | পশ্চিমবঙ্গ |
| শ্রীনগর | জম্মু-কাশ্মীর |
| ভিমতাল | উত্তরাখন্ড |
| আলমোরা | উত্তরাখণ্ড |
| ঋষিকেশ | উত্তরাখণ্ড |
| কোদাইকানাল | তামিলনাড়ু |
| শিলং | মেঘালয় |
| সিমলা | হিমাচলপ্রদেশ |
| মানালি | হিমাচলপ্রদেশ |
| রাঁচি | ঝাড়খন্ড |
| গ্যাংটক | সিকিম |
| অমরকন্টক | মধ্যপ্রদেশ |
| কুর্গ | কর্নাটক |
| লে | লাদাখ |
| মাউন্ট আবু | রাজস্থান |
| আরাকু ভ্যালি | অন্ধ্রপ্রদেশ |
| চান্দেল | মনিপুর |
| দারিংবাড়ি | উড়িষ্যা |
| গুলমার্গ | জম্মু-কাশ্মীর |
| নৈনিতাল | উত্তরাখণ্ড |
| মুসৌরী | উত্তরাখণ্ড |
| মুক্তেশ্বর | উত্তরাখণ্ড |
| ল্যানসডাউন | উত্তরাখণ্ড |
| ওটি বা উটকামন্ড | তামিলনাড়ু |
| চেরাপুঞ্জি | মেঘালয় |
| কুলু | হিমাচলপ্রদেশ |
| ডালহৌসি | হিমাচলপ্রদেশ |
| পেলিং | সিকিম |
| মুন্নার | কেরালা |
| পাঁচমারী | মধ্যপ্রদেশ |
| মহাবালেশ্বর | মহারাষ্ট্র |
| কোহিমা | নাগাল্যান্ড |
| হাফলং | আসাম |
| সাপুতারা | গুজরাট |
| কার্গিল | লাদাখ |
ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন শৈলশহর ও তার অবস্থান তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 215 KB
| আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
|---|---|
| ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ | Click Here |
| ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ | Click Here |

No comments:
Post a Comment