Breaking




Tuesday, 27 February 2024

জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান

জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান তালিকা PDF 

জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান
জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান
নমস্কার বন্ধুরা..
আমরা আজকে তোমাদের একটি সম্পূর্ণ অন্য ধাঁচের পোস্ট শেয়ার করছি। যে পোস্টটি তোমাদের পড়তে খুব মজা লাগবে। আমরা আজকে জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান তালিকাটি PDF-টি তোমাদের শেয়ার করছি। যে পোস্টটিতে ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে।
অতএব তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচে দেওয়া সম্পূর্ণ পোস্টটি পড়ে নাও এবং তার সাথে তালিকাটির PDF সংগ্রহ করে নাও।
জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন জেলার অবস্থান
 
ভারতে অবস্থান জেলার নাম জনসংখ্যা জনঘনত্ব {কিলোমিটার}
উত্তর চব্বিশ পরগনা ১০,০৮২,৮৫২ ২৪৬৩
দক্ষিণ চব্বিশ পরগনা ৮,১৫৩,১৭৬ ৮১৯
বর্ধমান ৭,৭২৩,৬৬৩ ১১০০
মুর্শিদাবাদ ৭,১০২,৪৩০ ১৩৩৪
১৪ পশ্চিম মেদিনীপুর ৫,৯৪৩,৩০০ ৬৩৬
১৬ হুগলি ৫,৫২০,৩৮৯ ১৭৫8
১৮ নদিয়া ৫,১৬৮,৪৮৮ ১৩১৬
২০ পূর্ব মেদিনীপুর ৫,০৯৪,২৩৮ ১০৭৬
২৩ হাওড়া ৪,৮৪১,৬৩৮ ৩৩০০
৩৫ কলকাতা ৪,৪৮৬,৬৭৯ ২৪২৫২
৫৮ মালদহ ৩,৯৯৭,৯৭০ ১০৭১
৬৬ জলপাইগুড়ি ৩,৮৬৯,৬৭৫ ৬২১
৮০ বাঁকুড়া ৩,৫৯৬,২৯২ ৫২৩
৮৪ বীরভূম ৩,৫০২,৩৮৭ ৭৭১
১২৪ উত্তর দিনাজপুর ৩,০০০,৮৪৯ ৯৫৬
১২৯ পুরুলিয়া ২,৯২৭,৯৬৫ ৪৬৮
১৩৬ কোচবিহার ২,৮২২,৭৮০ ৮৩৩
২৫৭ দার্জিলিং ১,৮৪২,০৩৪ ৫৮৫
২৯৫ দক্ষিণ দিনাজপুর ১,৬৭০,৯৩১ ৭৫৩

উপরিউক্ত তালিকায় জনগনের পরিসংখ্যানটি ২০১১ সালের জনগনয়ার ভিত্তিতে দেওয়া হল। যেহেতু  ২০১১-পরবর্তী সময়ে দার্জিলিং জেলা থেকে নতুন কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা থেকে নতুন আলিপুরদুয়ার জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নতুন ঝাড়গ্রাম জেলা এবং বর্ধমান জেলা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠন করা হয়৷ সেহেতু নীচে আমরা এই পাঁচটি জেলার জনসংখ্যার এবং জনঘনত্ব উল্লেখ করা হল। 

জেলার নাম জনসংখ্যা জনঘনত্ব
কালিম্পং ২,৫১,৬৪২ ৪০.৭০/বর্গকিমি
আলিপুরদুয়ার ১৪,৯১,২৫০ ৫২০/বর্গকিমি
ঝাড়গ্রাম ১১,৩৭,১৬৩ -----
পূর্ব বর্ধমান ৪৮,৩৫,৫৩২ ৮৯০/বর্গকিমি
পশ্চিম বর্ধমান ২৮,৮২,০৩১ ১,৮০০/বর্গকিমি

সম্পূর্ণ পোস্টটি PDF আকারে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অবস্থান

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  187 KB



No comments:

Post a Comment