Breaking




Wednesday, 24 July 2024

বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম

বিভিন্ন দেশের আইনসভা তালিকা PDF | Different Countries And Their Parliament Names

বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম
বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম
ডিয়ার ভিজিটার...
তোমাদের জন্য আমরা আজ বিভিন্ন চাকরীর পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি। আজকের টপিকটি ভারতীয় সংবিধান বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের আজকের পোস্টটি হল, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম তালিকা PDF যে পোস্টটি তোমাদের চাকরীর পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে আসবেই। 
সুতরাং তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে নীচে দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি মুখস্থ করে নাও যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রব্লেমে পড়লে না হয়। এবং সবার নীচে এই পোস্টের তালিকাটির PDF সংগ্রহ করে নাও।

বিভিন্ন দেশের আইনসভার নাম তালিকা

 ভারতের আইনসভার নাম কি ?
➜ সংসদ

 নেপালের আইনসভার নাম কি ?
➜ কংগ্রেস বা পঞ্চায়েত

 ভুটানের আইনসভার নাম কি ?
➜ সোংডু

 বাংলাদেশের আইনসভার নাম কি ?
➜ জাতীয় সংসদ

 পাকিস্তানের আইনসভার নাম কি ?
➜ জাতীয় পরিষদ বা সিনেট

 মালদ্বীপের আইনসভার নাম কি ?
➜ মজলিস

 ইরানের আইনসভার নাম কি ?
➜ মজলিস

 মালেশিয়ার আইনসভার নাম কি ?
➜ মজলিস

 চীনের আইনসভার নাম কি ?
➜ কংগ্রেস

 জাপানের আইনসভার নাম কি ?
➜ ডায়েট

 যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি ?
➜ কংগ্রেস

 ডেনমার্কের আইনসভার নাম কি ?
➜ ফোকেট

 ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি ?
➜ সাবোর

 রাশিয়ার আইনসভার নাম কি ?
➜ ডুমা

 সৌদি আরবের আইনসভার নাম কি ?
➜ মজলিস-এ-শূরা

 নরওয়ের আইনসভার নাম কি ?
➜ স্টরটিং

 গ্রিসের আইনসভার নাম কি ?
➜ চেম্বার অফ ডেপুটিজ

 পোল্যান্ডের আইনসভার নাম কি ?
➜ সিম

 তাইওয়ানের আইনসভার নাম কি ?
➜ উয়ান

 ওমানিয়ার আইনসভার নাম কি ?
➜ মোনার্কি

 সুইডেনের আইনসভার নাম কি ?
➜ রিক্সড্যাগ

 সিরিয়ার আইনসভার নাম কি ?
➜ পিপলস কাউন্সিল

 আফগানিস্তানের আইনসভার নাম কি ?
➜ শোরা

 মায়ানমারের আইনসভার নাম কি ?
➜ পাইথু হুলুটাও

 ইতালির আইনসভার নাম কি ?
➜ সিনেট

আইসল্যান্ডের আইনসভার নাম কি ?
➜ আলথিং

 স্পেনের আইনসভার নাম কি ?
➜ কোর্টেস

 অস্ট্রেলিয়ার আইনসভার নাম কি ?
➜ পার্লামেন্ট

 মঙ্গোলিয়ার আইনসভার নাম কি ?
➜ খুরাল

 যুক্তরাজ্যের আইনসভার নাম কি ?
➜ পার্লামেন্ট

 ইরানের আইনসভার নাম কি ?
➜ মজলিস

 ইজরায়েলের আইনসভার নাম কি ?
➜ নেসেট
বিভিন্ন দেশের আইনসভা PDF  টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  214 KB


No comments:

Post a Comment