গণপরিষদের বিভিন্ন কমিটি ও সভাপতি তালিকা
![]() |
গণপরিষদের বিভিন্ন কমিটি ও সভাপতি তালিকা |
ডিয়ার পরীক্ষার্থী,
তোমাদের কাছে আমরা আজ গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা-টি শেয়ার করছি। তোমরা কোনরকম সময়ের অপচয় না করে অবিলম্বে নীচে দেওয়া সম্পূর্ণ পোস্টটি ভালো ভাবে পড়ে নাও যাতে তোমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি এই টপিকটি থেকে আসা প্রশ্ন গুলি খুবি সহজে উত্তর দিতে পারো।
✔ গণপরিষদ কি ?
➺ ভারতীয় সংবিধান প্রনয়ন করেছিল ভারতের গণপরিষদ। গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসনব্যাবস্থা কাঠামো সংক্রান্ত বিধিনির্দেশিকা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত । কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত । এই সংস্থাই দেশ ও দেশবাসীর জন্য একটি সংবিধান প্রণয়ন করে। দেশের জনগন হয়ে যারা সদংবিধান রচনা করেন , সম্মিলিতভাবে তাদের বলা হয় গণপরিষদ। ভারতেও গঠিত হয়েছিল গণপরিষদ এবং সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান।
১৯৪৬ সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিলো ভারতের গণপরিষদ। ক্যাবিনেট মিশন চারটি মূল নিতির উপর ভিত্তি করে গণপরিষদ গঠনের কথা বলে। নীতিগুলি হল --
(১) প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে প্রতি দশ লক্ষ্য জনতার জন্য একজন গণপরিষদে আসন পাবে। ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে ২৯২ এবং দেশীয় রাজ্যগুলির আসনসংখ্যা হবে ৯৩।
(২) প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারন , মুসলিম ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে বিভক্ত হবে।
(৩) প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের (single transferable proportional votes ) ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করবে।
(৪) প্রিন্সলি স্টেটগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে।
ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে ১৯৪৬ সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রদেশগুলি থেকে নির্বাচিত ২৯২ জন প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত ৯৩ জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ। ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা।
গণপরিষদ সংক্রান্ত কমিটির তালিকা
কমিটি | সভাপতি |
---|---|
অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ | রাজেন্দ্র প্রসাদ |
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
কার্যবিবরণী সংক্রান্ত কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
স্টিয়ারিং কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ড্রাফটিং কমিটি | ড. বি.আর. আম্বেদকর |
ইউনিয়ন পাওয়ার কমিটি | জওহরলাল নেহেরু |
ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি | জওহরলাল নেহেরু |
স্টেটস কমিটি | জওহরলাল নেহেরু |
অ্যাডভাইসরী কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস | বল্লভভাই প্যাটেল |
অর্ডার অফ বিজনেস কমিটি | কে. এম. মুন্সী |
কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি | জি.ভি. মাভলঙ্কার |
মাইনরিটি সাব-কমিটি | এইচ.সি. মুখার্জি |
ফান্ডামেন্টাল রাইটস কমিটি | জে.বি. কৃপালনি |
হাউস কমিটি | বি পট্টভি সীতারামাইয়া |
ক্রিডেনশিয়াল কমিটি | আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার |
গণপরিষদের কমিটির PDF টি সংরহ করতে নীচের Download-এ ক্লিক করুন
File Details ::
File Name: গণপরিষদের বিভিন্ন কমিটি ও সভাপতি তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 181 KB
No comments:
Post a Comment