বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF
![]() |
বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF |
সুপ্রিয় পরীক্ষার্থী... ..
আমরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF তোমরা অবশ্যই একবার এই তালিকাটি চোখ বুলিয়ে নেবে। কারন অনেক পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন থাকে। তাই তোমাদের যাতে এই টপিকটি থেকে আসা প্রশ্নের উত্তর দিতে কোনো রকম সমস্যা না হয়। অবশ্যই নীচে দেওয়া তালিকাটি এবং সর্ব নীচে দেওয়া এই পোস্টের PDF-টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা
প্রাণীর নাম | ক্রোমোজোম সংখ্যা |
---|---|
মানুষ | ৪৬ |
প্রজাপতি | ৩৬০ |
চিংড়ি | ৮৬-৯২ |
গন্ডার | ৮৪ |
হাঙ্গর | ৮২ |
শকুন | ৮০ |
পায়রা | ৮০ |
কাক | ৮০ |
কুকুর | ৭৮ |
মুরগি | ৭৮ |
ময়ূর | ৭৬ |
শিয়াল | ৭৪ |
হরিন | ৬৮ |
ঈগল | ৬৬ |
কচ্ছপ | ২৮-৬৬ |
ঘোড়া | ৬৪ |
গাধা | ৬২ |
গরু | ৬০ |
ছাগল | ৬০ |
হাতি | ৫৬ |
ভেড়া | ৫৪ |
ভাল্লুক | ৫২ |
রুই মাছ | ৫০ |
কাতলা মাছ | ৫০ |
লাল পিপড়ে | ৪৮ |
গরিলা | ৪৮ |
বাদুড় | ৪২-৪৬ |
খরগোস | ৪৪ |
জেলিফিশ | ৪৪ |
নীল তিমি | ৪৪ |
পান্ডা | ৪২ |
কুমির | ৩০-৪২ |
বানর | ৪২ |
গোখরো সাপ | ৩৮ |
শূকর | ৩৮ |
বাঘ | ৩৮ |
সিংহ | ৩৮ |
বিড়াল | ৩৮ |
কেঁচো | ৩৬ |
মৌমাছি | ৩২ |
ঈস্ট | ৩২ |
জিরাফ | ৩০ |
ব্যাং | ২৬ |
ঘাস ফড়িং | ২৪ |
ইঁদুর | ২১ |
ক্যাঙ্গারু | ১৬ |
মাছি | ১২ |
মশা | ৬ |
সম্ভাব্য প্রশ্ন
❖ মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৪৬টি
❖ গরুর ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৬০টি
❖ গণ্ডারের ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৮৪টি
❖ বাঘের ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৩৮টি
❖ পায়রার ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৮০টি
❖ কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে বেশি ?
➺ প্রজাপতি [৩৬০টি]
❖ চিংড়ির ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৮৬-৯২টি
❖ কাতলা মাছের ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৫০টি
❖ জিরাফের ক্রোমোজোম সংখ্যা কয়টি ?
➺ ৩০টি
সম্পূর্ণ PDF টি পেতে নীচের Download-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা
File Format: PDF
No. of Pages: 03
File Size: 240 KB
Download Link :
No comments:
Post a Comment