Breaking




Monday, 2 September 2024

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF | Indian Folk Dance

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | Indian States and their Dance Forms

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা [PDF] || Indian States and their Dance Forms
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা PDF | Indian States and their Dance Forms
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্য তালিকা PDF সম্পর্কে, আজকের পোস্টটি থাকছে সম্পূর্ণ তালিকা আকারে যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে দারুন ভাবে সাহায্য করবে। আর একটি বিষয় হল এই টপিকটির গুরুত্ব এতটাই যে তোরা যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলির প্রশ্নপত্র গুলি লক্ষ্য করলেই বুঝে যাবে।
তাই বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে, নীচের তালিকাটি মুখস্থ করে PDF টি সংগ্রহ করে রাখও ভবিষ্যৎ-এর জন্য।

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

রাজ্যের নাম নৃত্য
পশ্চিমবঙ্গ ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য, গাজন, গম্ভীরা, টুসু, বৃতা, সাঁওতালি, মুন্ডরী
ত্রিপুরা বিজু, গাজন, দাইলো, গালামুচামো, হজাগিরি, সংরাই
অসম বিহু, ছাগবি, টোবাল, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা, ক্যানোই, তাবাল চোংলি, সত্রিয়া
বিহার কাঠপুতলি, বিদেশিয়া, জটাজটিল, লাগুই, নাচেরী, কর্মা, ঝিঝিয়া, নাটনা, যাতা যতীন
উড়িষ্যা ডান্তানাটা, ঘুমর, ছৌ নাচ, গোটিপুয়া, ওডিসি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য
উত্তরপ্রদেশ নোটাঙ্কি, আহির, থালি, কাজরি, থোরা, চাপ্পেলী, রাসলীলা, চারকুলা, সোয়াং, নাকাল, কত্থক
হিমাচল প্রদেশ গীরদা, কাবিয়ালা, মুতরো, লুধিডান্স, কায়েঙ্কা, থোরা, ঘুরেহী, নটি, লাহাউলি, কুল্লু, ডাঙ্গী, দান্দরাস
রাজস্থান ছামের গিরনার, ডান্ডিয়া রাস, ঝুমুর, খেয়াল, ঘুমর, কালবেলিয়া, ভাবোই, তেরাহ তালি, চারি, কাঠপুতলি, গের নৃত্য
জম্মু-কাশ্মীর ছাকরি, রৌফ, হিকাট, দমহাল, হাফিজা, কুদ
গুজরাট গরবা, গণপতি, ভজন, ডান্ডিয়া, রাসলীলা, গাড়োয়া, টিপ্পনী, পাধার, ভাবৈ, হুদো
মিজোরাম চেরাউ, খুয়াল্লাম, সারলামকাই
কেরালা মোহিনীঅট্টম, কথাকলি, সারি, দাসী অট্টম, কৃষ্ণ নাট্যম, পান্না, কুম্মাত্তি, কুথিঅট্টম, থুম্পি থুল্লাল
অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, কোট্টাম,গীতি ভগবতম, মাথুরি, ধামাল, ভিরানাট্যম, ধীমসা, বনালু, বাথাকাম্মা
মধ্যপ্রদেশ লোটা, তুন্ডাভালি, কর্মা, মুরিয়া, লেহাঙ্গি, ফুল পাতি, গৃদা, আহিরি, যাওয়ারা, পান্ডবাণী
পাঞ্জাব ভাংরা, গিদ্ধা, ধুমল, ঝুমর
মহারাষ্ট্র লাবনী, তামাশা, দাহীকালা, ধানগারী গাজা, দিনদি
মেঘালয় লহো, নংক্রেম
মণিপুর মণিপুরী, লেহাব, বসন্ত রানা, মাইবী, খাম্বা থাইবী, নুপা, রাসলীলা, ঢোল চোলাম
কর্ণাটক ভারতনাট্যম, হাতারী, উগাদী, বায়ালতা, ভূথা আরাধনা, কামসালে, কৃষ্ণ পারিজাথা, ডল্লু কুনিথা
হরিয়ানা সোয়াং, ঘুমর, ঝুমর, লুর, খরিয়া, বিণ বাসুরী, ফাগ
তামিলনাড়ু ভারতনাট্যম, কুম্মী, কোলাট্টম, কারাগট্টম
উত্তরাখণ্ড হুরকা বাউল, পান্ডব নৃত্য, ঝরা, চলিয়া, ছাপেরী, চানচেলি
ছত্রিশগড় কর্মা, শৈল, সুয়া নাচা, গেন্দি, পান্থী
নাগাল্যান্ড জেলিয়াং, যুদ্ধ নাচ, সুয়া লুয়া
সিকিম লিম্বু, চি রিমু, খুকুরী, সিকমারী, মুখোশ নাচ, ধান নাচ, তোমাং সেলো, লেপচা
ঝাড়খণ্ড কর্মা, সাঁওতাল নৃত্য, ছৌ নাচ, পাইকা
অরুণাচল প্রদেশ দামিন্দা, খামতি, বুইয়া, ওয়াংচ, পনাং
গোয়া দেখনী, ফুগরী, মান্দ, তালগারী, জাগর, ডালো, দিউলি
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF  টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন

 File Details ::

File Name:  ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  173 KB


No comments:

Post a Comment