ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDF | Famous Paintings of India
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে ভারতের একটি গুরুত্বপূর্ণ জিকে বিষয়ের টপিক শেয়ার করলাম। সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDF আকারে। যে PDF-টিতে খুব সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া আছে বিভিন্ন রাজের নাও এবং সেই রাজ্যের চিত্র কলার নাম। আশাকরছি তোমাদের পড়ে ভালো লাগবে।
তাই তোমরা কোনো সময়ের অপচয় না করে নীচে দেওয়া তালিকাটি ভালো ভাবে পড়ে নাও এবং সর্ব নীচে দেওয়া PDF-টির লিঙ্কে ক্লিক করে PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা
চিত্র কলা | রাজ্য |
---|---|
কালিঘাট পটচিত্র | পশ্চিমবঙ্গ |
পটচিত্র | উড়িষ্যা |
সৌর চিত্র | উড়িষ্যা |
বারলী | মহারাষ্ট্র |
পিঙ্গুলি চিত্রকাঠি | মহারাষ্ট্র |
অজন্তা, ইলোরা গুহাচিত্র | মহারাষ্ট্র |
মঞ্জুষা চিত্রকলা | বিহার |
মধুবনী | বিহার |
সাঁওতাল চিত্রকলা | বিহার |
পিচবাই পেন্টিংস | রাজস্থান |
রাজপুত পেন্টিং | রাজস্থান |
মান্দানা চিত্র | রাজস্থান ও মধ্যপ্রদেশ |
গন্ড চিত্র | মধ্যপ্রদেশ |
চিত্তরা | কর্নাটক |
মহীশূর পেইন্টিং | কর্নাটক |
চেরিয়াল স্ক্রল পেইন্টিং | তেলেঙ্গানা |
কলমকারী | অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা |
সানঝি ও আইপন | উত্তরপ্রদেশ |
সহরাই ও খোভার | ঝাড়খন্ড |
থাঞ্জাভুর পেইন্টিং | তামিলনাড়ু |
পিথোরা চিত্র | গুজরাট |
থাংকা চিত্রকলা | সিকিম |
কলমেঝুঠু | কেরালা |
পাহাড়ি চিত্রশিল্প | উত্তর ভারতের রাজ্য |
ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কলা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র শৈলী
File Format: PDF
No. of Pages: 02
File Size: 277 KB
আরও পোস্টের নাম | লিঙ্ক |
---|---|
২০২১ সালে প্রকাশিত গুরুত্বপূর্ণ বই ও লেখক | Click Here |
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সমুহের তালিকা | Click Here |
No comments:
Post a Comment