আগ্নিবীর ক্লার্ক পদে আবেদন পদ্ধতি এবং যোগ্যতা || Agniveer Yojana In Bengali
![]() |
আগ্নীবীর ক্লার্ক পদে আবেদন পদ্ধতি এবং যোগ্যতা || Agniveer Yojana In Bengali |
সুপ্রিয় বন্ধুরা...
আমরা আজকে তোমাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটা খুবি গুরুত্বপূর্ণ প্রকল্পের সম্পর্কে শেয়ার করবো। বর্তমানে ভারত সরকার ভারতের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালি করে তোলার জন্য এবং যে সমস্থ ভারতবাসীর মনে দেশ ভক্তি আছে সেই সব ভারতবাসীকে দেশ ভক্তি দেখানোর জন্য এই প্রকল্পের ঘোষণা করেন। নিম্নে এই আগ্নিপথ-আগ্নীবির প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হল।
আগ্নিবীর ক্লার্ক পদে আবেদন পদ্ধতি এবং যোগ্যতা
✎ আগ্নিবীর স্কিমের বিবরণ :: গত ১৪ই জুন ২০২২-এ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে "আগ্নিপথ" প্রকল্পের ঘোষণা করা হয়। এই প্রকল্প অনুযায়ী দেশের চাকরীপ্রার্থীরা মোটা টাকার বিনিময়ে ৪ বছরের জন্য ভারতীয় সেনাবাহিনী পদে চাকরী করার সুযোগ পাবে। মন্ত্রকের ঘোষণা অনুযায়ী 'আগ্নিপথ' স্কিমের আওতায় নির্বাচিত সেনাদের "আগ্নিবীর" নামে ডাকা হবে।
✎ কবে থেকে নিয়োগ হবে ঃঃ জরুরি সুত্রের খবর অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস করে এই এই স্কিমের নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে।
✎ প্রকল্পের বিশেষত্ব ঃঃ
● এই প্রকল্পে আবেদন করতে পাবে যাদের বয়স সারে ১৭ থেকে ২১ বছরের মধ্যে।
● করোনা পরিস্থিতির জন্য কেবল মাত্র এই বছর সারে ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
● প্রথম বছর ৪০ থেকে ৪৫ হাজার সেনা নিয়োগ করা হবে।
● এই স্কিমে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
● প্রথম বছর মাসিক বেতন পাবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছর পাবে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছর পাবে ৩৬ হাজার টাকা এবং চতুর্থ বছর পাবে ৪০ হাজার টাকা।
● তবে বেতন গুলি তার ৩০% বাদ দিয়ে দেওয়া হবে, যে টাকাটা আগ্নিবীর কর ফান্ডে জমা হবে এবং চাকরীর শেষে সুদ সহ প্রায় ১১ লক্ষ টাকা দেওয়া হবে সেই সেনাকে।
● ৪ বছর পর চাকরীর মেয়াদ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত দেয় মধ্যে ২৫% সেনাকে (১০০০০জন) স্থায়ী সেনা হিসাবে রাখা হবে এবং বাকি ৭৫% সেনা তারা আবার আগের মতো নরমাল জীবন কাটাতে পারবে।
● কর্মরত অবস্থায় কোনো সেনার মৃত্যু বা কোনো অঙ্গহানী হলে তারা আর্থিক সাহায্য পাবেন।
● নিযুক্ত সেনাদের ৪ বছরে ৪৮ লক্ষ টাকা পর্যন্ত জীবনবীমা দেওয়া হবে, এর জন্য বেতন থেকে কোন টাকা কাটা হবেনা।
✎ আবেদনের যোগ্যতাবলী ঃঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পের ঘোষণার সাথে সাথে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে অর্থাৎ কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তাদের বয়স এবং কত বেতন দেওয়া হবে সে সম্পর্কে বলা হয়ে ছিল। সে গুলির সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-
❐ পদের নাম ঃঃ অগ্নিবীর জেনারেল ডিউটি
❐ যোগ্যতা ঃঃ স্বীকৃত বোর্ড থেকে ৪৫% নম্বর সহ মাধ্যমিক পাশ।
❐ পদের নাম ঃঃ অগ্নিবীর টেকনিকাল
❐ যোগ্যতা ঃঃ বিজ্ঞান বিভাগে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ।
❐ পদের নাম ঃঃ অগ্নিবীর টেকনিকাল এভিয়েশন এন্ড আম্নুনিশন এক্সামিনার
❐ যোগ্যতা ঃঃ সেন্ট্রাল এডুকেশন বোর্ড অথবা স্টেট এডুকেশন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক এবং একবছরের ITI এর অভিজ্ঞতা থাকতে হবে।
❐ পদের নাম ঃঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার
❐ যোগ্যতা ঃঃ যে কোনো বিভাগে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ।
❐ পদের নাম ঃঃ অগ্নিবী ট্রেডসম্যান all arms
❐ যোগ্যতা ঃঃ প্রতি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে অষ্টম শ্রেণী পাশ।
আগ্নিপথ-আগ্নীবীর ক্লার্ক পদে আবেদন পদ্ধতি এবং যোগ্যতা-এর PDF-টি সংগ্রহ করতে নীচের লিঙ্কে ক্লিক করো
File Details ::
File Name: আগ্নিবীর ক্লার্ক পদে আবেদন পদ্ধতি এবং যোগ্যতা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 358 KB
Download Link : Click Here to Download
No comments:
Post a Comment