Breaking




Tuesday, 7 January 2025

বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores in Bengali PDF

বিভিন্ন ধাতুর আকরিক PDF | বিভিন্ন ধাতুর আকরিক তালিকা PDF

বিভিন্ন ধাতুর আকরিকের নাম
বিভিন্ন ধাতুর আকরিকের নাম
Hello Friends,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি বিভিন্ন ধাতুর আকরিকের নাম যে পোস্টটি তোমাদের সকল প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য খুবি উপযোগী। তোমরা অবশ্যই আজকের পোস্টটি মনোযোগ সহকারে দেখে মুখস্থ করে নাও। যাতে বিভিন্ন পরীক্ষায় আসা এই টপিকটি থেকে প্রশ্ন গুলি তোমরা খুবি সহজে উত্তর দিতে পারো।
তাই বন্ধুরা দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 

বিভিন্ন ধাতুর আকরিক তালিকা
 
ধাতুর নাম আকরিক
লোহা
রেড হেমাটাইট
 ব্রাউন হেমাটাইট
 ম্যাগনেটাইট
আয়রণ পাইরাইট
 সিডেরাইট
তামা
ম্যালাকাইট
 অ্যাজুরাইট
কিউপ্রাইট
 কপার গ্লান্স
কপার পাইরাইটিস
অ্যালুমিনিয়াম
বক্সাইট
 গিবসাইট
ক্রায়োলাইট
 কোরান্ডাম
অ্যালুনাইট
ম্যাগনেশিয়াম
ম্যাগনেসাইট
 ডলোমাইট
 কার্নালাইট
 কাইসেরাইট
পটাশিয়াম
কার্নালাইট
 হেমাটাইট
 সল্ট পিটার
ক্যালশিয়াম
ডলোমাইট
চুনাপাথর
 জিপসাম
 লাইমস্টোন
 ফ্লুওস্পার
অ্যাসবেস্টস
ফসফোরাইট
ক্যালসাইট
সোডিয়াম
রক সল্ট
 সোডিয়াম কার্বনেট
চিলি সল্টপিটার
ট্রনা
বোরাক্স
সিলভার সিলভার গ্লান্স
পারদ
সিন্নাবার
 ক্যালোমেল
ফসফরাস
ফসফোরাইট
ফ্লুরিওপেপটাইট
সোনা
ক্যালভেরাইট
সাইবারাইট
রুপো আর্গেনটাইট বা সিলভার গ্ল্যান্স
টিন
টিন পাইরাইটিস
ক্যাসিটেরাইট
দস্তা
জিঙ্ক ব্লেন্ড
ক্যালামাইন
সীসা
গ্যালেনা
 অ্যাঙ্গলেসাইট
ম্যাঙ্গানিজ পাইরোলুসাইট
ইউরেনিয়াম পিচব্লেন্ড
ক্রোমিয়াম ক্রোমাইট
টাংস্টেন ওলফ্রেমাইট
বিসমাথ বিসমাথাইট
অ্যান্টিমনি স্টিবেনাইট
ক্যাডমিয়াম গ্রিনোসাইট
কোবাল্ট কোবাল্টাইট
নিকেল মিলরাইট

বিভিন্ন ধাতুর আকরিকের নাম PDF  টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন ধাতুর আকরিক তালিকা

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  275 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
বিভিন্ন ধাতুর আবিস্কারকClick Here
বৈদিক যুগের বিভিন্ন দেব-দেবীর নামClick Here

No comments:

Post a Comment