Breaking




Monday 10 June 2024

কলকাতা শহরে সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Kolkata GK in Bengali Question Answers

কলকাতা শহরে সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Kolkata GK in Bengali Question Answers 

কলকাতা শহরে সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
কলকাতা শহরে সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার,
আমরা আজকে কলকাতা জিকে প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমারা অনেকেই আছি যারা কলকাতা অনেক অনেক ভালবাসি। তাই আমাদের প্রানের শহর কলকাতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কলকাতার সম্পর্কে লিছু উনিক প্রশ্ন সম্পর্কে জানতে অবশ্যই নীচে দেওয়া প্রশ্ন গুলি পরো এবং PDF-টি সংগ্রহ করে নিতে হবে। 
আমরা আজকের এই পোস্টটির মধ্যে কলকাতা শহরের কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তথ্য গুলি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তাই দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি দেখা নাও। 

কলকাতার অজানা ইতিহাস প্রশ্নোত্তর

 ০১. কোলকাতা জেলার আয়তন কত বর্গমিটার ?
Ans :- ১৮৫ বর্গ কিমি ( প্রায় )

০২. কোলকাতা জেলায় সাক্ষরতার হার কত শতাংশ ?
Ans :- ৮৭.১৪ শতাংশ 

০৩. কোলকাতায় মোট ক'টি বিশ্ববিদ্যালয় আছে ? 
Ans :-  ১১ টি 

০৫. কোলকাতার নিউ মার্কেট এর আগের নাম কি ছিল ? 
Ans :-  স্টূয়ার্ট হগ মার্কেট

০৫. কোলকাতার জন্ম কত সালে হয় ?
Ans :-  ১৬৯০ খ্রিষ্টাব্দের ২৪ অগাস্ট

০৬. কোলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans :-  ১৮৩৯ সালে

 ০৭. কোলকাতার সবচেয়ে পুরোনো সৌধ কোনটি ? 
Ans :-  টাউন হল ( ১৮০৪ সাল ) 

০৮. কোলকাতার সবচেয়ে পুরানো গির্জা কোনটি ? 
Ans :-  সেন্ট চার্চ ( ১৭১৬ সালে প্রতিষ্ঠিত )

০৯. হিন্দু কলেজ বা প্রেসিডেন্সী কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans :-  ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারী 

১০. কোলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল ?
Ans :-  স্যার ডেভিড অক্টার লোনীর । ১৮১৫ সালে স্থাপিত হয় । 

১১. কোলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ? 
Ans :-  ১৮৬১ সালে 

১২. কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ? 
Ans :-  ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি 

১৩. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? 
Ans :-  জেমস উইলিয়াম কল্ভিল । 

১৫. কোলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি ? 
Ans :-  আচার্য জগদীশ চন্দ্র বসু রোড । 

১৫. হাওড়া ব্রীজ ( রবীন্দ্র সেতু ) কবে চালু হয় ?
Ans :- ১৮৪৩ সালের ২৮শে ফেব্রুয়ারি 

১৬. কোলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয় ? 
Ans :- ১৮৭৩ সালে ( ইলেকট্রিক ট্রাম ১৯০২ ) 

১৭. কোলকাতার ইডেন গার্ডেন এর প্রাচীন নাম কি ছিল ? 
Ans :- আকল্যান্ড সার্কাস 

১৮. এন্ডারসান হাউসের বর্তমান নাম কি ?
Ans :- ভবানীভবন 

১৯. কোলকাতা , সুতানুটী ও গোবিন্দপুর - এই তিন গ্রামের তৎকালীন মালীক কে ছিলেন ? 
Ans :- বড়ীশার জমিদার সার্বন রায় চৌধুরী । 

২০. আকাশবাণী ভবনের নামকরন কে করেছিলেন ?
Ans :- রবীন্দ্রনাথ ঠাকুর 

২১. কোলকাতার বেতারকেন্দ্র কবে চালু হয় ? 
Ans :- ১৯২৭ সালে 

২২. কোলকাতা ন্যাশানাল লাইব্রেরির আগে কি নাম ছিল ? 
Ans :- ইম্পিরিয়াল লাইব্রেরি 

২৩. কোলকাতার নাম পালটে আলিনগর করেন কে ? 
Ans :- নবাব সিরাজউদৌল্লা

২৪. কোলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? 
Ans :- ১৭৮০ সালে প্রকাশিত বেঙ্গল গেজেট

২৫. কোলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল ? 
Ans :- ১৭৭২ সাল থেকে ১৯১১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত । 

কলকাতা শহরের অজানা ইতিহাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কলকাতা শহরের অজানা ইতিহাস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  195 KB



No comments:

Post a Comment