Breaking




Thursday 2 December 2021

একনজরে ব্যালন ডি’অর পুরস্কার ২০২১ || Ballon d’Or 2021 full results Full list of all winners during the awards ceremony

 একনজরে ব্যালন ডি’অর পুরস্কার ২০২১ 

একনজরে ব্যালন ডি’অর পুরস্কার ২০২১
একনজরে ব্যালন ডি’অর পুরস্কার ২০২১
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি ভিন্ন স্বাদের একটি ভিন্ন এবং গুরুত্বপূর্ণ টপিক। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, ব্যালন ডি’অর পুরস্কার ২০২১। আজকের এই পোস্টটির মাধ্যমে তোমরা ব্যালন ডি'অর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবে, এই পুরস্কারটি কেন দেওয়া হয়, কীভাবে এই পুরস্কারটির উৎপত্তি হয়েছে, এই বছরের কারা কারা পেয়েছেন এবং এখনও পর্যন্ত এই পুরস্কার প্রাপ্ত ব্যাক্তির তালিকাও তোমরা এই পোস্টের মাধ্যমে পাবে।

      সুতরাং বন্ধুরা জানার আগ্রহকে চরম জায়গায় পৌঁছে নীচের পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নাও এবং PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে নাও অফলাইনে পড়ার জন্য।

ব্যালন ডি'অর পুরস্কারের ইতিকথা  

 বন্ধুরা Ballon d’Or (ব্যালন ডি’অর) হল ফুটবল জগতের সবথেকে বড়ো এবং সবচেয়ে পুরানো পুরস্কার এই শব্দটি একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ গোল্ডেন বল (সোনার বল)। ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারটি প্রথমে সেই বছরের সবচেয়ে ভালো ইউরোপিয়ান ফুটবল খেলয়াকে দেওয়া হত। কিন্তু ১৯৯৫ সাল থেকে এই পুরস্কার যেকোন বেস্ট খেলয়াকে দেওয়া হত যারা ইউরোপিয়ান ক্লাবের হয়ে বাইরের দেশ বা সেই দেশের যে সব খেলোয়াড়রা খেলত। পরবর্তীকালে ২০০৭ সালে এই পুরস্কারটি কেবলমাত্র ইউরোপের মধ্যে নয় সম্পূর্ণ বিশ্ব জুড়ে সকল বেস্ট খেলোয়াড়দের দেওয়া শুরু হয় যার ফলে এই পুরস্কারটি গ্লোবাল প্রাইজে পরিণত হয়, ফলে এই পুরস্কারটির জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়তে শুরু করে। 

      আবার ২০১০ থকে ২০১৫ সালের মধ্যে FIFA এবং Ballon d’Or এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে FIFA World Player of the Year এবং Ballon d’Or Award একসঙ্গে হয়ে যায়, যার ফলে এই পুরস্কারটি FIFA Ballon d’Or Award নামে সকল বেস্ট খেলোয়াড়দের দেওয়া শুরু হয়। ২০১৬ সালে এই চুক্তির সমাপ্তি ঘটে যাওয়ার ফলে এই পুরস্কারটি আলাদা আলাদা হয়ে যায় FIFA Ballon d’Or Award টি Ballon d’Or Award নামে এবং অন্যদিকে FIFA World Player of the Year নামে পরিবর্তে The Best FIFA Mens Player নাম রেখেদেয় যার ফলে দুটি পুরস্কারের আলাদা আলাদা পরিচিত হয়ে যায়। 

ব্যালন ডি’অর পুরস্কারের বীজেতা নির্বাচন পদ্ধতি 

 প্রথমে ২৩ জনের নামের একটি তালিকা পাঠানো হয় একটি ফুটবল কমিটির কাছে যে কমিটিতে থাকেন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, কোচ এবং ন্যাশনাল টিনের ক্যাপ্টেনরা এবং যে ২৩ জনের তালিকাটি পাঠানো হয় সেই তালিকাটিতে সেই বছরের সবচেয়ে ভালো খেলেছে এমন ২৩ জনের নাম থাকে। কমিটির প্রতিটি ম্যাম্বার তিনটি করে ভোট দিতে পারবেন যার পয়েন্ট হছে প্রথম ভোটটি ৫ পয়েন্ট, দ্বিতীয় ভোটটি ৩ পয়েন্ট এবং তৃতীয় ভোটটি ১ পয়েন্ট। প্রতিটি ম্যাম্বের ভোট দেবার পর সেই সমস্থ ভোট গুলি গণনা করা। গণনা করার পর ঐ ২৩ জন থেকে ভোট বেশি পেয়েছে এমন ৩ জনকে বাছা হয় এবং তার মধ্যে যে খেলোয়াড়টি সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাঁকে সেই বছরের Ballon d’Or পুরস্কারের পুরস্কিত করা হয়। 
যদি আমরা পুরস্কারের কথা বলি এবছর পর্যন্ত লিওনেল মেসি ৭ বার Ballon d’Or পুরস্কার পান। 

ব্যালন ডি’অর পুরস্কার ২০২১ 

পুরস্কারের বিভাগ বিজয়ীর নাম
কোপা ট্রফি (২১ বছরের নিচে সেরা খেলোয়াড়) (Kopa trophy (best player under 21) বার্সেলোনার পেদ্রি (Barcelona’s Pedri)
বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার (Best Striker of the Year award) লেভানডোস্কি (Lewandoski)
মহিলাদের ব্যালন ডি'অর 2021 বিজয়ী (Women’s Ballon d’Or 2021 – Barcelona’s) বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস (Alexia Putellas)
ইয়াচিন ট্রফি 2021 (Yachine Trophy 2021) পিএসজির জিয়ানলুইগি ডোনারুমা (PSG’s Gianluigi Donnarumma)
পুরুষদের ব্যালন ডি’অর 2021 বিজয়ী (Men’s Ballon d’Or 2021) পিএসজির লিওনেল মেসি (PSG’s Lionel Messi)
বর্ষসেরা ক্লাবের পুরস্কার (Club of the Year award) চেলসি (Chelsea)

বিজেতাগণের নামের তালিকা 

বিজয়ীর নাম সাল ক্লাবের নাম
লিওনেল মেসি (Lionel Messi) ২০২১ সালে বার্সেলোনা (Barcelona)
করোনার কারনে বাতিল হয় ২০২০ সালে করোনার কারনে বাতিল হয়
লিওনেল মেসি (Lionel Messi) ২০১৯ সালে বার্সেলোনা (Barcelona)
লুকা মডরিচ (Luka Modric) ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
লিওনেল মেসি (Lionel Messi) ২০১৫ সালে বার্সেলোনা (Barcelona)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
লিওনেল মেসি (Lionel Messi) ২০১২ সালে বার্সেলোনা (Barcelona)
লিওনেল মেসি (Lionel Messi) ২০১১ সালে বার্সেলোনা (Barcelona)
লিওনেল মেসি (Lionel Messi) ২০১০ সালে বার্সেলোনা (Barcelona)
লিওনেল মেসি (Lionel Messi) ২০০৯ সালে বার্সেলোনা (Barcelona)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)
কাকা (Kaka) ২০০৭ সালে এসি মিলান (AC Milan)
ফ্যাবিও ক্যানাভারো (Fabio Cannavaro) ২০০৬ সালে জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ (Juventus-Real Madrid)
রোনালদিনহো (Ronaldinho) ২০০৫ সালে বার্সেলোনা (Barcelona)
অ্যান্ড্রি শেভচেঙ্কো (Andriy Shevchenko) ২০০৪ সালে এসি মিলান (AC Milan)
পাভেল নেদভেদ (Pavel Nedved) ২০০৩ সালে জুভেন্টাস (Juventus)
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ২০০২ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)
মাইকেল ওয়েন (Michael Owen) ২০০১ সালে লিভারপুল (Liverpool)
লুইস ফিগো (Luis Figo) ২০০০ সালে রিয়াল মাদ্রিদ (Real Madrid)

সম্পূর্ণ  PDF  টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন

File Details:: 

File Name:  একনজরে ব্যালন ডি’অর পুরস্কার ২০২১

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  364 KB

Download Link :          Click Here to Download 


No comments:

Post a Comment