ভারতের বিভিন্ন হাইকোর্ট ও প্রতিষ্ঠা সাল || list of high courts in india in bengali pdf
Hello বন্ধুরা .....
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি অত্যন্ত সহজ এনং গুরুত্বপূর্ণ টপি, যা তোমাদের সমস্থ রকম পরীক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান বৃদ্ধি করতেও সাহায্য করবে। আজকের টপিকটি হল, ভারতের বিভিন্ন হাইকোর্ট ও প্রতিষ্ঠা সাল
সুতরাং বন্ধুরা আর কোনো সময় নষ্ট না করে, নিজের জ্ঞান বৃদ্ধি করতে এবং যে কোনো পরীক্ষায় নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করতে নীচের তালিকাটি ভালো ভাবে মুখস্থ করে নাও এবং পরবর্তীকালের জন্য অফলাইনে পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে রাখো।
ভারতের হাইকোর্ট সমূহ ও প্রতিষ্ঠা সাল
হাইকোর্ট | স্থাপন কাল | এক্তিয়ার এলাকা |
---|---|---|
বোম্বে হাইকোর্ট | ১৪ই আগষ্ট, ১৮৬২ সালে | মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলী, গোয়া, দমন দিউ |
কলকাতা হাইকোর্ট | ১লা জুলাই, ১৮৬২ সালে | পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
মাদ্রাজ | ১৫ই আগষ্ট, ১৮৬২ সালে | তামিলনাড়ু, পন্ডিচেরী |
এলাহাবাদ | ১৭ই মার্চ, ১৮৬৬ সালে | উত্তরপ্রদেশ |
পাটনা | ২রা সেপ্টেম্বর, ১৯১৬ সালে | বিহার |
জম্মু ও কাশ্মীর | ২৬শে মার্চ, ১৯২৮ সালে | জম্মু ও কাশ্মীর ও লাদাখ |
গুয়াহাটি | ১লা মার্চ, ১৯৪৮ সালে | আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুনাচল প্রদেশ |
উড়িষ্যা | ৩রা এপ্রিল, ১৯৪৮ সালে | উড়িষ্যা |
রাজস্থান | ২১শে জুন, ১৯৪৯ সালে | রাজস্থান |
মধ্যপ্রদেশ | ২রা জানুয়ারী, ১৯৩৬ সালে | মধ্যপ্রদেশ |
কেরালা | ১লা নভেম্বর, ১৯৫৬ সালে | কেরালা, লাক্ষাদ্বীপ |
গুজরাট | ১লা মে, ১৯৬০ সালে | গুজরাট |
দিল্লি | ৩১শে অক্টোবর, ১৯৬৬ সালে | দিল্লি |
হিমাচলপ্রদেশ | ২৫শে জানুয়ারী, ১৯৭১ সালে | শিমলা |
পাঞ্জাব ও হরিয়ানা | ১৫ই আগস্ট, ১৯৪৭ সালে | পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় |
সিকিম | ১৬ই মে, ১৯৭৫ সালে | সিকিম |
ছত্তিশগড় | ১লা নভেম্বর, ২০০০ সালে | ছত্তিশগড় |
উত্তরাখন্ড | ৯ই নভেম্বর, ২০০০ সালে | উত্তরাখন্ড |
তেলেঙ্গানা | ১লা জানুয়ারী, ২০১৯ সালে | তেলেঙ্গানা |
অন্ধ্রপ্রদেশ | ১লা জানুয়ারী, ২০১৯ সালে | অন্ধ্রপ্রদেশ |
কর্নাটক | ১৮৮৪ সালে | কর্নাটক |
ঝারখণ্ড | ২০০০ সালে | ঝারখণ্ড |
ত্রিপুরা | ২০১৩ সালে | ত্রিপুরা |
মনিপুর | ২০১৩ সালে | মনিপুর |
মেঘালয় | ২০১৩ সালে | মেঘালয় |
No comments:
Post a Comment