Breaking




Tuesday, 10 January 2023

মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি 

মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি
মাধ্যমিক পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি 
স্নেহের চাকরী প্রার্থী ......
আজ তোমাদের সামনে একটি খুবই মজাদার চাকরীর খবর নিয়ে হাজির হয়েছি, যে খবরটি পড়লে তোমরা অবশ্যই আবেদন করার জন্য আগ্রহী হবে। আমরা আজ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ  Cantonment Board Barrackpore Recruitment 2023 Notification টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমরা এই পদ গুলিতে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি আলোচনা করছি। আসো বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক খবরটির মধ্যে কি দেওয়া আছে। 

পদের নাম ➥ 
  1. Sub-Assistant Engineer
  2. Pump Operator
  3. Meter Reader
  4. Labour
মোট শূন্যপদ ➥ 
  1. Sub-Assistant Engineer :- ১টি
  2. Pump Operator :- ১টি
  3. Meter Reader :- ১টি
  4. Labour :- ১টি
শিক্ষাগত যোগ্যতা
  1. Sub-Assistant Engineer- পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
  2. Pump Operator-পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
  3. Meter Reader- পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  4. Labour- পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
বয়সসীমা ➥ বয়স হতে হবে ৩১শে জানুয়ারি ২০২৩৩ তারিখের মধ্যে।
  1. Sub-Assistant Engineer- ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে
  2. Pump Operator- ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে
  3. Meter Reader- ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে
  4. Labour- ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে
মাসিক বেতন ➥ 
  1. Sub-Assistant Engineer- ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত 
  2. Pump Operator- ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত 
  3. Meter Reader- ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত 
  4. Labour- ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত 
আবেদন শুরু৩১শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ৩১শে জানুয়ারি ২০২৩

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
 
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থী নির্বাচন করা হবে প্রাথমিক পরীক্ষা, Interview এবং শারীরিক দক্ষতার ভিত্তিতে

আবেদন মুল্য ➥ আবেদন মূল্য কোন রকম জাতি,ধর্ম,বর্ণ দেখা হবেনা। যে পদের জন্য যত আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেটা সকলকেই দিতে হবে। 
  1. Sub-Assistant Engineer- ১০০০ টাকা
  2. Pump Operator- কোনো আবেদন মূল্য লাগবে না। 
  3. Meter Reader- ১০০০ টাকা
  4. Labour- কোনো আবেদন মূল্য লাগবে না। 
গুরুত্বপূর্ণ লিংক

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment