মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি
![]() |
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি |
নমস্কার বন্ধুরা ......
আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৪,১০৩ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে এই বিজ্ঞপ্তিটির সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুবই সংক্ষিপ্ত এবং সরল ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে তথ্য গুলি তোমরা পড়লে অবশ্যই তোমরা উক্ত পদের আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে জানতে পারবে।
তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নিয়ে অবিলম্বে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➥ Apprentice
মোট শূন্যপদ ➥ ৪,১০৩ টি
যে সমস্থ ক্ষেত্রে নিয়োগ করা হবে ➥
- AC Mechanic- 250টি
- Carpenter- 18টি
- Diesel Mechanic- 531টি
- Electrician- 1019টি
- Electronic Mechanic- 92টি
- Fitter- 1460টি
- Machinist- 71টি
- MMW – 24টি
- MMTM- 05টি
- Painter- 80টি
- Welder- 553টি
শিক্ষাগত যোগ্যতা ➥
- 10th/SSC With 50% marks
- NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➥ ৩০শে ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদন শুরু ➜ ৩০শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ২৯শে জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মুল্য ➥
- Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।
- SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➥
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment