Breaking




Saturday, 31 July 2021

পৃথিবীর প্রধান প্রধান খাত ও শৈল্যশিরা ।।

 ।। পৃথিবীর প্রধান প্রধান খাত ও শৈল্যশিরা ।।   

পৃথিবীর প্রধান প্রধান খাত ও শৈল্যশিরা ।।
পৃথিবীর প্রধান প্রধান খাত ও শৈল্যশিরা ।।   
বন্ধুগন ,
 আজকে আমরা জানবো , পৃথিবীর বড়ো বড়ো খাত গুলি সম্পর্কে। আমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য এই বিষয়টি জেনে রাখা খুবি সুবিদ্ধা জনক । আজকে আমরা জানবো খাতগুলি কোথায় অবস্থিত , কত লম্বা , কত গভীরতা ইত্যাদি বিষয় গুলি সম্পর্কে । তো আসুন আর বেশি সময় নষ্ট না করে মূল পর্ব জেনে নিই ......... 
➣ প্রধান প্রধান খাত সমূহ 

 ➣ মারিয়ানা খাত ঃ- মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে , পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইহা অবস্থিত । এই খাতটি ২৫৫০ কিমি লম্বা এবং গড় প্রস্থ ৬৯ কিমি এবং  খাতটির দক্ষিণ গুয়াম দ্বিপের প্রান্তসীমায়  ৩৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে পৃথিবীপৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত। এই বিন্দুর নাম চ্যালেঞ্জার ডীপ এবং এর গভীরতা প্রায় ১১,০৩৩ মিটার। 
 ➣ পুয়ের্তো রিকো খাত ঃ- দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান প্লেটের মধ্যবর্তী অংশে এবং পুয়ের্তো রিকো  উপকুলের কাছে এই খাত অবস্থিত । ইহাই আটলান্টিক মহসাগরের গভীরতম অংশ যার গভীরতা ২৮৯০০ ফুট । এটি ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে রয়েছে। এখানে পূর্বে ৮.০ মাত্রার ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে এবং ভবিষ্যতেও এরকমটা হতে পারে। 
 ➣ পেরু চিলি খাত ঃ- দক্ষিণ আমেরিকার পাত ও নাজকা প্লেটের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ইহা অবস্থিত । ইহা পৃথিবীর দীর্ঘতম খাত , যার দৈর্ঘ্য ৩৭০০ মিটার । এবং গভীরতা ২৬৪৬০ ফুট ।
 ➣ অ্যালিউসিয়ান খাত ঃ- ইহা আলাস্কা থেকে কামচাতকা উপদ্বীপ (পেনিনসুলা ) অঞ্চল পর্যন্ত বিস্তৃত । প্রশান্ত মহাসাগরীয় পাত , উত্তর আমেরিকার পাতের নীচে চলে যাওয়ার ফলে ইহার সৃষ্টি হয়েছে । ইহার গভীরতা ২৫৬০০ ফুট ।
 ➣রিউকিউ খাত ঃ- রিউকিউ দ্বীপপুঞ্জের কাছে ইহা অবস্থিত । ইউরেশিয়ান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানায় ইহা অবস্থিত । এই অঞ্চলকে ভুমিকম্প প্রবন বলে চিহ্নিত করা হয়েছে । ইহার গভীরতা ২৪৬২৯ ফুট । 
 ➣ জাপান খাত ঃ- জাপানের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর এবং ইউরেশিয়াম প্লেটের মধ্যবর্তী অঞ্চলে ইহা অবস্থিত । এই অঞ্চল ভুমিকম্প প্রবন এলাকা বলে চিহ্নিত করা হয়েছে । ইগার গভীরতা ২৭৯২৯ ফুট । 
  ➣ কুরিল খাত ঃ- খাতটি মারিয়ান দ্বিপের নিকটে অবস্থিত যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেত/পাত ও ফিলিপাইন প্লেত/পাত একই জায়গায় মিলিত হয়েছে । ইহার গভীরতা ৩৪৪৪৯ ফুট ।
 ➣ ফিলিপাইনস খাত ঃ- পূর্ব ফিলিপাইনসের সীমানায় ইহা অবস্থিত । ফিলিপানস পাত , ইউরেশিয়ান পাতের নীচে ডুবে যাওয়ার ফলে এই খাতের সৃষ্টি হয়েছে । ইহার গভীরতা ৩৪৫৭৮ ফুট ।
➣ কারমোডেক তোঙ্গা খাত ঃ- ইহা নিউজিল্যান্ডের উত্তর দিকে অবস্থিত । যেখানে প্রশান্ত মহাসাগরীয় পাত অস্ট্রেলিয়ান ভারতীয় পাতের সঙ্গে মিশেছে । ইহার গভীরতা ৩৫৭০২ ফুট ।
➣ জাভা খাত ঃ- ইন্দোনেশিয়ার দক্ষিণ দিকে ইহা অবস্থিত । অস্ট্রেলিয়া - ইন্ডিয়ান পাত এবং ইউরেশিয়ান পাতের সংযোগ স্থলে ইহা অবস্থিত । এই খাতের গভীরতম বিন্দুটি ভারত মহাসাগরে অবস্থিত , যার গভীরতা ২৪৪৪০ ফুট । 
➣ প্রধান প্রধান শৈল্যশিরা সমূহ  
 
➣ প্রশান্ত-আটলান্টিক মহাসাগরীয় শৈল্যশিরা ঃ- এই  শৈল্যশিরাটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয়  পাতকে আলাদা করেছে । ইহা দক্ষিণ আমেরিকার উপকুলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয়  শৈল্যশিরার সঙ্গে যুক্ত রয়েছে ।
 ➣ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈল্যশিরা ঃ- ইহা উত্তরে প্রশান্ত মহাসাগরীয় ও কোকা পাতের মধ্যে সীমানা গঠন করেছে  এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় ও নাজকা পাতের মধ্যে সীমানা গঠন করেছে । 
 ➣ মধ্য আটলান্টিক শৈল্যশিরা ঃ- ইহা ৭০০০ মিটার লম্বা । ইহা আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থান করে । এর কিছু পর্বতের শৃঙ্গ জলের উপরে উঠে বিভিন্ন দ্বিপের সৃষ্টি করেছে । যেমন - আইসল্যান্ড ।
➣ দক্ষিণ-পূর্ব ভারতীয় শৈল্যশিরা ঃ- অস্ট্রেলিয়া ভারতীয় পাত ও আন্টার্টিকা (কুমেরু) পাত উভয়কে পরস্পরের থেকে আলাদা করেছে এই শিরা । ইহা দক্ষিণ-পশ্চিম ভারতীয় ও মধ্য ভারতীয় শৈল্যশিরা ভুসংস্থানের চেয়ে এই শৈল্যশিরা ভু-সংস্থান সুগঠিত ।

 আজকে আমরা শিখলাম পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ খাত ও শৈল্যশিরা সম্পর্কে । আশাকরছি আপনারা খুবি সহজে বিষয় গুলি বুঝতে পেরেছেন । যদি আপনাদের কিছু মতামত জানাতে চান অবশ্যই জানাতে জানাবেন এবং আই রকম গুরুত্বপূর্ণ পোস্ট গুলি সবার আগে পেতে সাইটের উপরে দেওয়া টেলিগ্রাম ও Whatspp লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান । ধন্যবাদ , আপনার দিনটি শুভ হোক

No comments:

Post a Comment