BreakingSunday, 11 July 2021

আধুনিক অলিম্পিকের ইতিহাস ।। Modern Olympic History

 আধুনিক অলিম্পিকের ইতিহাস ।। Modern Olympic History

 
আধুনিক অলিম্পিকের ইতিহাস ।। Modern Olympic History

ডিয়ার ভিসিটর,
এখন আমরা শিখবো আধুনিক অলিম্পিকের ইতিহাস । এখানে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আধুনিক অলিম্পিক সম্পর্কে জানবো , জাতে করে আমাদের ভালভাবে বিষয়টি জানতে এবং বেশি দিন জাতেকরে মনে রাখতে পারি । আসুন দেখে নেওয়া যাক ,
↫ প্রশ্নউত্তর পর্ব  ↬
১। প্রথম আধুনিক অলিম্পিক কোন সালে অনুষ্ঠিত হয় ?
➤১৮৯৬ খ্রিষ্টাব্দে 
২। প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কার নেতৃত্বে গঠিত হয় ?
➤ব্যরন পিয়েরে দ্যা কুবার্তো
৩।আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলে ?
➤ব্যরন পিয়েরে দ্যা কুবার্তো
৪। আধুনিক অলিম্পিক গেমসের পতাকার নকশা তৈরি করেন কে ?
➤ব্যরন পিয়েরে দ্যা কুবার্তো
৫। প্রথম আন্তর্জাতিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়েছিল ?
➤১৫ জন 
৬। কোন সালে আধুনিক অলিম্পিক এর পতাকা উত্তলন করা হয় ?
➤ ১৯২০
৭। I O C তে কত বছরের জন্য একজন পেসিডেন্ট নির্বাচিত হন ?
➤ ৮ বছর
৯। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয় ?
➤ ১৮৯৪
১০। আধুনিক অলিম্পিকের পতাকায় পাঁচটি বলয় কি চিহ্নিত করে ?
➤পাঁচটি মহাদেশকে ।
১১। আধুনিক অলিম্পিকের মোটোর তিনটি ল্যাটিন শব্দ কি ?
➤CITIUS- দ্রুতত্বর
ALTIUS-উচ্চত্বর
FORTIUS-শক্তিশালী
১২। আধুনিক অলিম্পিকে বর্তমানে কারা শপথ বাক্য পাঠ করান ?
➤খেলোয়াড় , কোচ , বিচারকগণ ।
১৩। আধুনিক অলিম্পিকের পতাকা কোন দেশে প্রথম উত্তলিত হয় ?
➤প্যারিস ।
১৪। কত সালে কোন অলিম্পিকে মোটো প্রবর্তিত হয় ?
➤১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে ।
১৫। আধুনিক অলিম্পিকের নীতি বাক্যটি কি ?
➤ দ্রুতত্বর , উচ্চত্বর , শক্তিশালী ।
১৬। আধুনিক অলিম্পিকের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের উল্লেখ কর ?
➤ দৈর্ঘ্য - ২০৬ মিটার এবং প্রস্থ - ৬০ সেমি ।
১৭। আধুনিক অলিম্পিকের পতাকআর মাঝখানে কয়টি বলয় থাকে ?
➤ ৫ টি । (প্রথম সারিতে ৩ টি , দ্বিতীয় সারিতে ২ টি )
১৮। আধুনিক অলিম্পিকের পতাকার বলয় গুলির রঙ কি কি ?
➤ প্রথম সারির বলয় তিনটির রঙ - নীল , কালো , লাল ।
দ্বিতীয় সারির দুটি বলয়ের রঙ - হলুদ ও সবুজ ।
১৯। আধুনিক অলিম্পিকের রিং পাঁচটি কোন কোন মহাদেশকে চিহ্নিত করে ?
➤ নীল- ইউরোপ , হলুদ - এশিয়া , কালো - আফ্রিকা , সবুজ - আমেরিকা , লাল - ওশিয়ানিয়া
২০। এখনও পর্যন্ত অলিম্পিক গেমস কতবার বাতিল হয়ে ছিল ?
➤৩ বার ।
২১। ২০২১ - এর অলিম্পিক কোথায় হয়ে ছিল ?
➤ জাপানের টোকিও 
২২। ২০২২ -এ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
➤ চীনে ।
 

No comments:

Post a Comment