কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র 2025 PDF | Kolkata Police Constable Preliminary 2025 Exam Paper
ভারতের চাকরির জগতে সরকারি চাকরি সবসময়ই একটা বড় স্বপ্ন। বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত Kolkata Police Constable পদটি বহু তরুণ-তরুণীর কাছে সম্মানের ও স্থায়িত্বের প্রতীক। যাদের লক্ষ্য নিজের ভবিষ্যৎ গড়া এবং সমাজের সেবা করা, তাদের জন্য এই চাকরিটি এক দুর্দান্ত সুযোগ।
২০২৫ সালের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে প্রশ্নপত্রের ধরন, সিলেবাস এবং পূর্বের বছরগুলির প্রশ্ন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই অনেকেই খোঁজ করেন—Kolkata Police Constable Question Preliminary Paper 2025 PDF। এই পোস্টে আমরা আলোচনা করব কীভাবে এই প্রশ্নপত্র আপনার প্রস্তুতিতে সাহায্য করতে পারে, কী ধরনের প্রশ্ন আসে এবং কীভাবে সঠিকভাবে রিভিশন করলে সফলতা পাওয়া সম্ভব।
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ওভারভিউ
| নিয়োগ সংস্থা | West Bengal Police Recruitment Board |
| পরীক্ষার নাম | Kolkata Police Constable Prelims |
| পরীক্ষার তারিখ | ২১শে ডিসেম্বর ২০২৫ |
| বিষয় | প্রশ্নপত্র |
| পরীক্ষা শুরু | দুপুর ১২টা |
| পরীক্ষা শেষ | দুপুর ১টা |
| Official Website | prb.wb.gov.in |
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র 2025
File Format: PDF
No. of Pages: 16
File Size: 14.7 MB

No comments:
Post a Comment