BSF Constable Tradesman Recruitment 2025: ৩৫৮৮টি শূন্যপদে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ ২০২৫
সুপ্রিয় বন্ধুরা,
গত ২৪শে জুলাই BSF-এর তরফ থেকে কনস্টেবল ট্রেডসমেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমারা আজকে তোমাদের সেই বিজ্ঞপ্তিটির সমস্ত তথ্য গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করছি। তাই তোমরা অবশ্যই নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে দাও-
বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫-হাইলাইট
নিয়োগ সংস্থা | Border Security Force (BSF) |
পদের নাম | কনস্টেবল ট্রেডসম্যান |
শূন্যপদ | ৩৫৮৮ |
শিক্ষাগত যোগ্যতা | আইটি সার্টিফিকেট সহ দশম শ্রেণী পাস। |
বয়সসীমা | ১৮ থেকে ২৫ বছর |
নির্বাচন প্রক্রিয়া | শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, নথি যাচাই এবং অন্যান্য |
বেতন | ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন ফ্রি | ১০০ টাকা |
আবেদন শুরু | ২৬ শে জুলাই, ২০২৫ |
আবেদন শেষ | ২৪ শে আগস্ট, ২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | bsf.gov.in |
❏ পদের নাম: কনস্টেবল ট্রেডসম্যান
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ শুন্যপদ: BSF-এর তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য মোট ৩,৫৮৮ টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য ৩,৪০৬ টি ও মহিলা প্রার্থীদের জন্য ১৮২ টি পদ নির্ধারিত করা হয়েছে।
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ শিক্ষাগত যোগ্যতা:
- আবেদন করার জন্য আবেদনপ্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ITI পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে। অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট এর সঙ্গে ভোকেশনাল পাস সার্টিফিকেট থাকতে হবে।
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ শারীরিক যোগ্যতা:
বিষয় | পুরুষ | মহিলা |
---|---|---|
উচ্চতা | ১৬৫ সেমি | ১৫৫ সেমি |
বুকের মাপ | ৭৫ থেকে ৮০ সেমি | – |
দৌড় | ২৪ মিনিটে ৫ কিমি | ৮.৩০ মিনিটে ১.৬ কিমি |
বিঃ দ্রঃ- এক্ষেত্রে বলে রাখি SC, ST ও নির্দিষ্ট কিছু জনজাতিদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ছাড় রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন চেক করুন।
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ বয়সসীমা: আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে SC, ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে।
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ আবেদন মূল্য:
- জেনারেল/ OBC/ ইডব্লিউএস: ১০০ টাকা
- SC/ST/মহিলা: কোন টাকা লাগবে না।
❏ বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ ২০২৫ বেতন: এই পদে বেতন স্কেল নির্ধারিত হয়েছে প্রতি মাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত।
❏ গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৪শে জুলাই ২০২৫ |
আবেদন শুরু | ২৬শে জুলাই ২০২৫ |
আবেদন শেষ | ২৪শে আগস্ট ২০২৫ |
❏ গুরুত্বপূর্ণ লিংক:
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Visit Now |
Sohojogita টেলিগ্রাম চ্যানেল | Join Now |
আরও চাকরীর নোটিশঃ আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2025
No comments:
Post a Comment