Breaking




Friday, 13 June 2025

দেশের মাটিতে 17টি ভয়াবহ বিমান দুর্ঘটনা PDF | List of Air Accidents in India

দেশের মাটিতে 17টি ভয়াবহ বিমান দুর্ঘটনা PDF | List of Air Accidents in India

ভারতের ইতিহাসে 17টি বিমান দুর্ঘটনা
ভারতের ইতিহাসে 17টি বিমান দুর্ঘটনা
আমরা সকলেই জানি গতকাল আহমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা হয় যা খুবই মর্মান্তিক। যেই দুর্ঘটনায় শতাধিক মানুষ মারা যায় এবং যেই বিমানের মধ্যে অনেক ভারতের অনেক নামীদামী ব্যাক্তি ছিলো বলে আশংকা করা হছে, যাদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। 
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের ইতিহাসে 17টি বিমান দুর্ঘটনা এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুলি।

ভারতের ইতিহাসে বিমান দুর্ঘটনা সমূহ

১২ই জুন, ২০২৫ আহমেদাবাদ দুর্ঘটনা 
গতকাল, অর্থাৎ ১২ই জুন ২০২৫ তারিখে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটটি টেক-অফের কিছুক্ষণ পরই ভেঙে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে, এবং একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন

বিমানটি মেঘানি নগরের একটি আবাসিক এলাকায়, বিশেষ করে একটি চিকিৎসকদের হোস্টেলের উপর আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিক রিপোর্টে দ্বৈত ইঞ্জিন ব্যর্থতা এবং পাখির আঘাতের মতো কারণগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাইলটরা দুর্ঘটনার আগে "মেডে" কল করেছিলেন, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়।

এই ঘটনায় ভারত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার কাজ তদারকি করেছেন। এয়ার ইন্ডিয়া নিহতদের পরিবারের জন্য হটলাইন নম্বর চালু করেছে এবং টাটা গোষ্ঠী নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে।

আহমেদাবাদে এর আগেও বিমান দুর্ঘটনা ঘটেছে। ১৯৮৮ সালে মুম্বাই থেকে আহমেদাবাদগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-২০০ বিমান খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিধ্বস্ত হয়, যেখানে ১৩৫ জনের মধ্যে ৬৬ জন নিহত হন। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনাটি আহমেদাবাদের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।

৭ আগস্ট ২০২০ সালে কোঝিকোড় বিমান দুর্ঘটনা
দুবাই থেকে কোঝিকোড় পৌঁছানোয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ১৩৪৪। কোভিড-১৯ মহামারির মধ্যে ‘বন্দে ভারত মিশন’-এর অংশ হিসেবে যাত্রীদের ফিরিয়ে আনা হচ্ছিল। ভারী বৃষ্টির মধ্যে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে পড়ে ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায় এবং ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
 এ দুর্ঘটনায় পাইলটসহ ২১ জন নিহত হন এবং শতাধিক আহত হন। রানওয়েটি ‘টেবিলটপ’ হওয়ায় ঝুঁকিপূর্ণ ছিল।

২২ মে ২০১০ সালে মাঙ্গালুরু বিমান দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ৮১২ দুবাই থেকে মাঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়। রানওয়ে ছাড়িয়ে বিমানটি গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এঘটনায় ১৬৬ জন যাত্রীর মধ্যে ১৫৮ জন নিহত হন

১৭ জুলাই ২০০০ সালে পাটনা বিমান দুর্ঘটনা
কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট ৭৪১২। পাটনায় অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। মূল কারণ ছিল পাইলটের ভুল এবং অবতরণের সময় সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা।

১২ নভেম্বর ১৯৯৬ সালে চরখি দাদরি আকাশসংঘর্ষ
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ এবং কাজাখস্তান এয়ারলাইন্সের ইলিউশিন আইএল-৭৬ দিল্লির কাছে মাঝ আকাশে সংঘর্ষে পড়ে। এ ঘটনায় ৩৪৯ জন যাত্রীর সবাই নিহত হন। ভুল যোগাযোগ ও উচ্চতা সংক্রান্ত বিভ্রান্তি ছিল মূল কারণ।

২৬ এপ্রিল ১৯৯৩ সালে ঔরঙ্গাবাদ দুর্ঘটনা
উড়ানের সময় রানওয়ে পার হওয়া একটি ট্রাককে ধাক্কা মারে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৪৯১। বিদ্যুতের তারে জড়িয়ে বিমানটি বিধ্বস্ত হয়, এতে ৫৫ জন নিহত হন। 

১৬ আগস্ট ১৯৯১ ইমফল দুর্ঘটনা
কলকাতা থেকে ইমফল যাওয়ার পথে খারাপ আবহাওয়ায় একটি পাহাড়ে আছড়ে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ২৫৭। বিমানটিতে ৬৯ যাত্রী ও ক্রু ছিলেন, সবাই এ ঘটনায় নিহত হন।

১৪ ফেব্রুয়ারি ১৯৯০ সালে বেঙ্গালুরু দুর্ঘটনা
মুম্বাই থেকে বেঙ্গালুরু আসছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫। রানওয়েতে পৌঁছানোর আগেই ভূমিতে আছড়ে পড়ে বিমানটি। এঘটনায় ৯২ জন নিহত হন

১৯ অক্টোবর ১৯৮৮ সালে আহমেদাবাদ দুর্ঘটনা
ঘন কুয়াশার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণের সময় গাছ ও মাটিতে আছড়ে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ১১৩। বিমানটিতে ১৩৫ জন যাত্রীর মধ্যে ১৩৩ জনের মৃত্যু হয়

২১ জুন ১৯৮২ সালে মুম্বাই দুর্ঘটনা
কুয়ালালামপুর থেকে আসছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৪০৩। বৃষ্টির মধ্যে মুম্বাইতে অবতরণ করতে গিয়ে রানওয়ে ছাড়িয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৭ জন নিহত হন

১ জানুয়ারি ১৯৭৮ সালে আরব সাগর দুর্ঘটনা
নতুন বছরের দিনে মুম্বাই থেকে দুবাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৮৫৫। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি আরব সাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন

১২ই অক্টোবর ১৯৭৬ 
যান্ত্রিক ত্রুটির জন্য  মুম্বাইয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, যেখানে ৯৫ জন প্রান হারান। 

৩১ মে ১৯৭৩ সালে দিল্লি দুর্ঘটনা
চেন্নাই থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৪৪০। ঝড়বৃষ্টির মধ্যে অবতরণের সময় বিমানটি বিদ্যুতের তারে আঘাত পেয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ৬৫ যাত্রীর মধ্যে ৪৮ জন নিহত হন

১৪ই জুন ১৯৭২ 
মুম্বাইয়ে ভেঙে পড়ে জাপানের বিমান, যেখানে প্রান হারান ৮৫ জন

২৮শে জুলাই ১৯৬৩
ইউনাইটেড আরব এয়ারলাইন্স থেকে যাত্রা শুরু করে সংযুক্ত আরব এয়ারলাইন্সের ফ্লাইট ৮৬৯ বিমানটি বোম্বের বিমানবন্দর এর উদ্দেশে।  উত্তাল আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারানো বোম্বের কাছে আরব সাগরে বিধ্বস্ত হয়, এতে যাত্রী ছিলো ৬৩ জন তাদের মধ্যে সবাই প্রান হারান। 

৭ জুলাই, ১৯৬২
মুম্বইয়ের উত্তর-পূর্বে একটি পাহাড়ে আলিটালিয়া বিমান বিধ্বস্ত হয়, ৯৪ জন নিহত হন তখন

২৫শে মে, ১৯৫৮
গুরুগ্রামে একটি অ্যাভ্রো ইয়র্ক বিমান বিধ্বস্ত হয়। বিমানে আগুন লেগে ৫ আরোহীর মধ্যে ৪ জন নিহত হন

ভারতের ইতিহাসে বিমান দুর্ঘটনা সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: ভারতের ইতিহাসে বিমান দুর্ঘটনা সমূহ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  167 KB   



No comments:

Post a Comment