রেলওয়ে পরীক্ষার জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF - [NTPC & Group D] | Railway Exam General Science Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের আজ শেয়ার করছি NTPC & Group D স্পেশার জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষা গুলি জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে।
তাই তোমরা যারা উক্ত পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই আমাদের দেওয়া আজকের প্রশ্ন গুলি খুব ভালোভাবে মুখস্ত করে নাও আর নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল। আর যদি এই পরীক্ষার আরও পোস্ট পেতে চাও তার লিংকও নীচের বক্সের মধ্যে দেওয়া আছে সেখানে ক্লিক করে সংগ্রহ করে নেবে।
রেলওয়ে পরীক্ষার জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর
■ পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই ?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রে
■ কোন ভিটামিন রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে ?
উত্তরঃ ভিটামিন K
■ কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিয়োটিক কোষের সাদৃশ্য রয়েছে ?
উত্তরঃ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই
■ কোন জীব ত্বক দ্বারা শ্বাস নেয় ?
উত্তরঃ কেঁচো
■ কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই ?
উত্তরঃ তিমি
■ পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উত্তরঃ পিত্ত রস, অগ্ন্যাশয় রস
■ চলন্ত বাসে থাকা কোন যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন। নিউটনের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয় ?
উত্তরঃ নিউটনের প্রথম সূত্র
■ আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ ?
উত্তরঃ তির্যক তরঙ্গ
■ রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল ?
উত্তরঃ প্রোটিন সংশ্লেষ
■ ভারতের জৈবিক বৈচিত্র্যের জন্য ‘হট স্পট’ কোনটি ?
উত্তরঃ পশ্চিমঘাট
■ আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি ?
উত্তরঃ মেদ কলা
■ একটি ধাতুকল্প হল –
উত্তরঃ সিলিকন
■ রকেট ইজ্ঞিনের কার্যকরী সিদ্ধান্তটি কিসের উপর ভিত্তি করে হয়েছে-
উত্তরঃ নিউটনের তৃতীয় গতিসূত্র
■ চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি
■ সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তরঃ পারদ
■ আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ ম্যালপিজিয়ান নালিকা
■ অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচী গহ্বর
■ বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তরঃ মেডালা
■ বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তরঃ কুলম্ব
■ বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তরঃ অ্যাম্পিয়ার
■ বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তরঃ নেফ্রন
■ কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?
উত্তরঃ সামুদ্রিক কচ্ছপ
■ কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার
■ কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তরঃ থ্রম্বোকাইনেজ
■ কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি
■ জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উত্তরঃ জিওলাইট
■ অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
উত্তরঃ ৩,০০০° সেন্টিগ্রেড
■ হাইড্রোজেনশব্দের অর্থ কী ?
উত্তরঃ জল উৎপাদক
■ হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় ?
উত্তরঃ বাণিজ্যিক দস্তার ছিবড়া
■ অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত ?
উত্তরঃ ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড
■ কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় ?
উত্তরঃ ব্যাকটিরিয়াকে
■ কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় ?
উত্তরঃ ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া
■ কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় ?
উত্তরঃ ভলভক্সকে
■ পামেলা দশা কার মধ্যে দেখা যায় ?
উত্তরঃ ক্ল্যামাইডোমোনাসের মধ্যে
■ ভাউকেরিয়া কী ?
উত্তরঃ একটি সিনোসাইটিক শৈবাল
■ নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন –
উত্তরঃ গোলাকার
■ কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় —
উত্তরঃ মিউকরের
■ মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে ?
উত্তরঃ ডায়াস্টেজ উৎসেচক
■ মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ ?
উত্তরঃ জীবাণু ঘটিত
■ হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী প্রকৃতির ?
উত্তরঃ যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির
■ মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি ?
উত্তরঃ এনামেল
■ কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
উত্তরঃ তারা মাছ
রেলওয়ে পরীক্ষার জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF আকারে সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: NTPC & Group D জেনারেল সাইন্স প্রশ্ন
File Format: PDF
No. of Pages: 02
File Size: 282 KB
No comments:
Post a Comment