ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা PDF {1950-2025} | List of Chief Election Commissioner of India Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি,ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে কমিশনারের নাম এবং তাদের কার্যকাল গুলি। আমরা তালিকাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাই দেরি না করে নীচে দেওয়া তালিকা এবং PDF-টি খুব ভালোভাবে সংগ্রহ করে নাও, কেননা আজকের টপিকটি আগত সকল চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই বেশি দেরি না করে অবিলম্বে আজকের পোস্টটি খুব ভালোভাবে দেখে নাও-
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা
নং | মুখ্য নির্বাচন কমিশনার | কার্যকাল |
---|---|---|
০১ | সুকুমার সেন | ২১ মার্চ ১৯৫০ - ১৯ ডিসেম্বর ১৯৫৮ |
০২ | কে.ভি.কে. সুন্দরম | ২০ ডিসেম্বর ১৯৫৮ - ৩০ সেপ্টেম্বর ১৯৬৭ |
০৩ | এস.পি. সেনভার্মা | ১ অক্টোবর ১৯৬৭ - ৩০ সেপ্টেম্বর ১৯৭২ |
০৪ | নগেন্দ্র সিং | ১ অক্টোবর ১৯৭২ - ৬ ফেব্রুয়ারি ১৯৭৩ |
০৫ | টি. স্বামীনাথন | ৭ ফেব্রুয়ারি ১৯৭৩ - ১৭ জুন ১৯৭৭ |
০৬ | এস.এল. সাকধর | ১৮ জুন ১৯৭৭ - ১৭ জুন ১৯৮২ |
০৭ | আর.কে. ত্রিবেদী | ১৮ জুন ১৯৮২ - ৩১ ডিসেম্বর ১৯৮৫ |
০৮ | আর.ভি.এস. পেরিশাস্ত্রী | ১ জানুয়ারি ১৯৮৬ - ২৫ নভেম্বর ১৯৯০ |
০৯ | ভি.এস. রমাদেবী | ২৬ নভেম্বর ১৯৯০ - ১১ ডিসেম্বর ১৯৯০ |
১০ | টি.এন. সেশান | ১২ ডিসেম্বর ১৯৯০ - ১১ ডিসেম্বর ১৯৯৬ |
১১ | এম.এস. গিল | ১২ ডিসেম্বর ১৯৯৬ - ১৩ জুন ২০০১ |
১২ | জে.এম. লিংডো | ১৪ জুন ২০০১ - ৭ ফেব্রুয়ারি ২০০৪ |
১৩ | টি.এস. কৃষ্ণমূর্তি | ৮ ফেব্রুয়ারি ২০০৪ - ১৫ মে ২০০৫ |
১৪ | বি.বি. ট্যান্ডন | ১৬ মে ২০০৫ - ২৯ জুন ২০০৬ |
১৫ | এন. গোপালাস্বামী | ৩০ জুন ২০০৬ - ২০ এপ্রিল ২০০৯ |
১৬ | নবীন চাওলা | ২১ এপ্রিল ২০০৯ - ২৯ জুলাই ২০১০ |
১৭ | এস.ওয়াই. কুরেশি | ৩০ জুলাই ২০১০ - ১০ জুন ২০১২ |
১৮ | ভি.এস. সম্পত | ১১ জুন ২০১২ - ১৫ জানুয়ারি ২০১৫ |
১৯ | হরিশঙ্কর ব্রহ্মা | ১৬ জানুয়ারি ২০১৫ - ১৮ এপ্রিল ২০১৫ |
২০ | নাসিম জাইদি | ১৯ এপ্রিল ২০১৫ - ৫ জুলাই ২০১৭ |
২১ | এ.কে. জ্যোতি | ৬ জুলাই ২০১৭ - ২২ জানুয়ারি ২০১৮ |
২২ | ও.পি. রাওয়াত | ২৩ জানুয়ারি ২০১৮ - ১ ডিসেম্বর ২০১৮ |
২৩ | সুনীল আরোরা | ২ ডিসেম্বর ২০১৮ - ১২ এপ্রিল ২০২১ |
২৪ | সুশীল চন্দ্র | ১৩ এপ্রিল ২০২১ - ১৪ মে ২০২২ |
২৫ | রাজীব কুমার | ১৫ মে ২০২২ - ১৮ ফেব্রুয়ারি ২০২৫ |
২৬ | জ্ঞানেশ কুমার | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - বর্তমান |
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার
File Format: PDF
No. of Pages: 01
File Size: 145 KB
No comments:
Post a Comment