Breaking




Tuesday, 28 January 2025

WBPSC পরীক্ষার ক্যালেন্ডার 2025 পিডিএফ : ফর্ম ফিলাপ | কোন মাসে কোন পরীক্ষা PDF

WBPSC পরীক্ষার ক্যালেন্ডার 2025 পিডিএফ : ফর্ম ফিলাপ | কোন মাসে কোন পরীক্ষা PDF

WBPSC  বিবিধ পরীক্ষার তারিখ 2025
WBPSC  বিবিধ পরীক্ষার তারিখ 2025
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে শেয়ার করছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা WBPSC  বিবিধ পরীক্ষার তারিখ 2025 এই পোস্টটি। আমরা আজকের পোস্টটি তোমাদের সঙ্গে তালিকা আকারে শেয়ার করলাম তাই তোমরা যারা WBPSC বিভিন্ন পরীক্ষায় আবেদন করেছো এবং আবেদন করবে অবশ্যই আজকের তালিকাটি এবং PDF-টি সংগ্রহ করে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবে। 

2025 WBPSC পরীক্ষার ক্যালেন্ডার

1. ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা (West Bengal Judicial Service Exam)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসে সিভিল জজ (Civil Judge) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
Preliminary রেজিস্ট্রেশনের তারিখ সম্ভাব্য পরীক্ষার তারিখ
17.03.2025 থেকে 22.03.2025 04.05.2025
ফাইনাল পরীক্ষার তারিখ (Mains) 23.06.2025 থেকে 03.07.2025

2. ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা (West Bengal Engineering Service Exam)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ হয়। তবে এই বছরের ভেকেন্সি শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে।

Preliminary রেজিস্ট্রেশনের তারিখ সম্ভাব্য পরীক্ষার তারিখ
10.07.2025 থেকে 25.07.2025 ৪ই মে ২০২৫

3. WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন (West Bengal Civil Service Preliminary Exam)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রেশনের তারিখ সম্ভাব্য পরীক্ষার তারিখ
04.04.2025 থেকে 25.04.2025 27.09.202

4. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সাইন্স (Laboratory Assistant for Forensic Science)
এই পরীক্ষা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ফরেনসিক বিভাগে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সাইন্স 05.05.202

5. ওয়েস্ট বেঙ্গল অডিট হ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট ২০২৫ (West Bengal Audit and Accounts Service Recruitment 2025)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গের অডিট ও অ্যাকাউন্ট বিভাগে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট 2025 29.06.2025

6. WBPSC রিক্রুটমেন্ট টেস্ট (WBPSC Recruitment Test)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC রিক্রুটমেন্ট টেস্ট 3,10,23.08.2025

7. অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন (Assistant Master in West Bengal Subordinate Education)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন 20.0.2025

8. WBPSC ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার (WBPSC Food Processing Development Officer)
এই পরীক্ষা খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার 02.1.2025

9. WBPSC নন টেকনিক্যাল অফিসার ২০২৫ (WBPSC Non-Technical Officer 2025)
এই পরীক্ষা বিভিন্ন নন-টেকনিক্যাল বিভাগে অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC নন টেকনিক্যাল অফিসার 2025 09.11.2025

10. WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন ২০২৫ (WBPSC Miscellaneous Examination 2025)
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগে মিসলেনিয়াস ক্যাডারে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন ২০২৫ 2.11.2025

11. WBPSC লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার (WBPSC Livestock Development Officer)
এই পরীক্ষা পশুপালন বিভাগে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।
পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার 14.1.2025

12. WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন ২০২৫ (WBPSC Clerkship Examination 2025)
এই পরীক্ষা বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত হয়।

পরীক্ষার নাম সম্ভাব্য পরীক্ষার তারিখ
WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন ২০২৫ 2.12.2025

উপরের উল্লেখিত পরীক্ষা গুলি ছাড়াও আরও অনেক পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটিতে। আমরা কেবল কিছু অন্যতম পরীক্ষা গুলির তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি পরীক্ষা গুলি সম্পর্কে জানতে নীচে PDF-টি সংগ্রহ করতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট Click Here
অফিশিয়াল PDF Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment