WBJEE 2025 পরীক্ষার তারিখ - সম্পূর্ণ সময়সূচী এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখেনিন
হ্যালো বন্ধুরা,
তোমারা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি, আর্কিটেকচারসহ বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাও আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য।
গত ১৩ই ডিসেম্বর WBJEE এর অফিশিয়াল ওয়েবসাইটে WBJEE 2025 পরীক্ষার তারিখ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে, আমরা আজকে তোমাদের সঙ্গে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তাই তোমরা কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও-
WBJEE পরীক্ষা কি ?
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ( ডব্লিউবিজেইই) হল একটি রাজ্য-সরকার (পশ্চিমবঙ্গ) নিয়ন্ত্রিত কেন্দ্রীভূত পরীক্ষা, যা স্নাতক কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড দ্বারা পরিচালিত হয় (যেমন BE/B.Tech./B.Pharm. ইত্যাদি। ) ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, ফার্মেসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য, সরকারি কলেজের পাশাপাশি স্বয়ং অর্থায়ন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ।
WBJEE পরীক্ষার যোগ্যতা -
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে এক্ষেত্রে উচ্চতম বয়সের কোন সীমা নেই। এছাড়াও পরীক্ষায় বসার জন্য অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়টি থাকতে হবে অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে হবে।
WBJEE 2025 পরীক্ষার ওভারভিউ
বোর্ডের নাম | West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) |
পরীক্ষার নাম | পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) |
পরীক্ষার তারিখ | 27শে এপ্রিল, 2025 (রবিবার) |
পরীক্ষার শুরুর সময় | সকাল ১১টা থেকে দুপুর ২টা |
পরীক্ষার সমাপ্তির সময় | দুপুর ১টা থেকে ৪টা |
WBJEE 2025 পরীক্ষার তারিখ
বিজ্ঞপ্তির তারিখ | ডিসেম্বর 2024 |
রেজিস্ট্রেশন | ডিসেম্বর 2024 |
রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ফেব্রুয়ারি 2025 |
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | এপ্রিল 2025 |
পরীক্ষার তারিখ | 27শে এপ্রিল, 2025 (রবিবার) |
প্রাথমিক উত্তরপত্র প্রকাশ | মে 2025 |
চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ | জুন 2025 |
ফলাফলের তারিখ | জুন 2025 |
No comments:
Post a Comment