Breaking




Wednesday, 23 October 2024

RRB ALP 2024 Syllabus in Bengali PDF | RRB ALP 2024 সিলেবাস PDF

RRB ALP 2024 Syllabus in Bengali PDF | RRB ALP 2024 সিলেবাস PDF

RRB ALP 2024 Exam Pattern & Syllabus in Bengali PDF
RRB ALP 2024 Exam Pattern & Syllabus in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে উপস্থিত হয়েছি RRB ALP 2024 Exam Pattern & Syllabus in Bengali PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে সম্পূর্ণ বাংলায় পরীক্ষার ধরন, নম্বর বিভাজন এবং সিলেবাস গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে এবং সহজ ভাবে দেওয়া থাকছে যা তোমাদের বুঝতে কোন সমস্যা হবেনা।
সুতরাং কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া সিলেবাসটি দেখে নাও এবং অবশ্যই সিলেবাসের PDF-টি সংগ্রহ করে নাও-

RRB ALP 2024 সিলেবাস

নিয়োগ প্রক্রিয়া
ALP পদে নিয়োগের জন্য 5টি স্টেপ অবলম্বন করতে হবে- 
  1. First Stage CBT (CBT-1)
  2. Second Stage CBT (CBT-2)
  3. Computer Based Aptitude Test (CBAT)
  4. ডকুমেন্টস ভেরিফিকেশন
  5. মেডিক্যাল এক্সামিনেশন
First Stage CBT (CBT-1)

এই পেপারটিতে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।
প্রশ্ন গুলি MCQ ফরম্যাটে দেওয়া থাকবে।
পরীক্ষাটির জন্য সময় থাকবে ৬০ মিনিট।
এই পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%।

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
গণিত ২০ ২০
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ২৫ ২৫
জেনারেল সাইন্স ২০ ২০
জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ১০
মোট ৭৫ ৭৫

Second Stage CBT (CBT-2)

এই পেপারটি দুটি পার্টে বিভক্ত Part-A & Part-B।  Part-A পেপারটির ন্যূনতম কোয়ালিফাইং নম্বর- UR & EWS প্রার্থীদের ক্ষেত্রে ৪০%, OBC (NCL) & SC প্রার্থীদের ক্ষেত্রে ৩০% এবং ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫%। Part-B পেপারটিতে যে ট্রেডে আপনি ITI বা ডিগ্রী করেছেন, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে। এই পেপারটির কোয়ালিফাইং নম্বর- ৩৫%।  পেপার দুটিতেই নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। Part-A পরীক্ষার জন্য সময় থাকবে ৯০ মিনিট এবং Part-B পরীক্ষার জন্য সময় থাকবে ৬০ মিনিট। 

পার্ট বিষয় প্রশ্ন সংখ্যা
Part-A গণিত জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বেসিক সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১০০
Part-B ট্রেড টেস্ট ৭৫
মোট ১৭৫

পরীক্ষার সিলেবাস

গণিত সিলেবাস
সংখ্যা পদ্ধতি
BODMAS
দশমিক
ভগ্নাংশ
গসাগু ও লসাগু
অনুপাত এবং অনুপাত
শতকরা, পরিমাপ
সময় ও কার্য
সময় ও দূরত্ব
সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
লাভ ও ক্ষতি
বীজগণিত
জ্যামিতি ও ত্রিকোণমিতি
প্রাথমিক পরিসংখ্যান
বর্গমূল
বয়স গণনা
ক্যালেন্ডার ও ঘড়ি
নল ও চৌবাচ্চা ইত্যাদি।

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাস
উপমা যুক্তি
বর্ণানুক্রমিক ও সংখ্যা সিরিজ
কোডিং ও ডিকোডিং
গাণিতিক ক্রিয়াকলাপ
সম্পর্ক
সিলোজিজম
জুম্বলিং
ভেন ডায়াগ্রাম
ডেটা ব্যাখ্যা ও পর্যাপ্ততা
উপসংহার ও সিদ্ধান্ত গ্রহণ
সাদৃশ্য ও পার্থক্য
বিশ্লেষণাত্মক যুক্তি
শ্রেণিবিন্যাস
দিকনির্দেশ
বিবৃতি-যুক্তি ও অনুমান ইত্যাদি। 

জেনারেল সাইন্স সিলেবাস
পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞান (টেন স্ট্যান্ডার্ড)।

RRB ALP 2024 সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: RRB ALP 2024 সিলেবাস

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  240 KB 




No comments:

Post a Comment