RRB NTPC GK Question Answer PDF | RRB NTPC GK প্রশ্ন উত্তর 2024 PDF
হ্যালো বন্ধুরা,
তোমরা যারা ২০২৪ এর NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো আজকের পোস্টটি কেবলমাত্র তাদের জন্য। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি NTPC জিকে প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা NTPC পরীক্ষার বিগত সালের পশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বেছে বেছে নিয়ে বাংলায় শেয়ার করলাম।
তাই দেরি না করে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুবই মনোযোগ সহকারে মুখস্ত করে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও যাতে পরে পড়তে পারো।
NTPC জিকে প্রশ্ন উত্তর
01. ‘পাওয়ার পয়েন্ট’ কি তৈরি করার জন্য ব্যবহার করা হয় ?
A) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
B) ডক্যুমেন্ট
C) প্রেজেন্টেশন
D) স্প্রেডশীট
উত্তর: প্রেজেন্টেশন
02. _____ ভারতে মহাত্মা গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল।
A) খেদা
B) বারদৌলি
C) চম্পারণ
D) লবণ মার্চ
উত্তর: চম্পারণ
03. কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসেবে উল্লেখ করা হয় ?
A) সি.এফ.সি
B) গ্রিনহাউজ গ্যাস
C) তাপীয় গ্যাস
D) জড় গ্যাস
উত্তর: গ্রীনহাউজ গ্যাস
04. এদের মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয় ?
A) বুলন্দ দরওয়াজা
B) ইবাদত খানা
C) গোল গম্বুজ
D) পঞ্চমহল
উত্তর: গোল গম্বুজ
05. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন দেশ ‘মালয়েশিয়া’ দখল নিয়েছিল ?
A) চীন
B) জাপান
C) থাইল্যান্ড
D) ভিয়েতনাম
উত্তর: জাপান
06. ওখলা বার্ড আশ্রয়স্থল কোথায় অবস্থিত ?
A) হিমাচল প্রদেশ
B) NCR অঞ্চল
C) হরিয়ানা
D) পাঞ্জাব
উত্তর: NCR অঞ্চল
07. কাচের ‘প্রতিসরাঙ্ক’ নিম্নলিখিত কোন রং এর ক্ষেত্রে সর্বোচ্চ ?
A) বেগুনি
B) নীল
C) হলুদ
D) লাল
উত্তর: বেগুনি
08. _____ টুথপেস্টের উপাদান নয়।
A) ফ্লোরাইড
B) সোডিয়াম কার্বোনেট
C) ক্যালসিয়াম কার্বোনেট
D) ম্যাগনেসিয়াম কার্বোনেট
উত্তর: সোডিয়াম কার্বোনেট
09. _____ একটি প্রবণতা, যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়।
A) গ্ৰাসরুট গণতন্ত্র
B) একনায়ক-তান্ত্রিক
C) ডাইরেক্ট গণতন্ত্র
D) নির্বাচনী গণতন্ত্র
উত্তর: গ্রাসরুট গণতন্ত্র
10. বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত—
A) তামিলনাড়ু
B) উত্তর প্রদেশ
C) গুজরাট
D) রাজস্থান
উত্তর: গুজরাট
11. ‘ব্যুরোক্রেসি’(Bureaucracy) শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্টি।
A) ভলটেয়ার
B) জাঁ পল সার্ত্রে
C) সিমন ডে বিউভয়ের
D) ভিন্সেন্ট ডি গুরন্যে
উত্তর: ভিন্সেন্ট ডি গুরন্যে
12. ভ্যাকুয়াম এ আলোর গতিকে একটি মাধ্যম দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয়—
A) প্রতিক্ষেপক সূচক
B) প্রতিসারঙ্ক সূচক
C) মেডভ্যাক ইনডেক্স
D) এয়ার কোয়ালিটি ইনডেক্স
উত্তর: প্রতিসরাঙ্ক সূচক
13. ‘উইকিপিডিয়া’র প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন ‘জিমি ওয়েলস’ অন্যজন হলেন—
A) ল্যারি স্যাঙ্গার
B) মার্ক জুকারবার্গ
C) ল্যারি পেজ
D) মার্ক সারম্যান
উত্তর: ল্যারি স্যাঙ্গার
14. প্রথম ভারতীয় মহাকাশযান যেটা ____ প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে।
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) চতুর্থ
উত্তর: প্রথম
15. ‘স্বরাজ পার্টি’ কোন বছরে গঠিত হয়েছিল ?
A) 1923 সালে
B) 1924 সালে
C) 1922 সালে
D) 1921 সালে
উত্তর: 1923 সালে
16. ____ কার্বনের একটি রুপ নয়।
A) হীরা
B) সিলিকন
C) ফুলারিন
D) গ্রাফাইট
উত্তর: সিলিকন
17. নিম্নলিখিত ক্রীড়া গুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল, কিন্তু বর্তমানে নয় ?
A) ব্যাডমিন্টন
B) পোলো
C) ধনুর্বিদ্যা
D) বেসবল
উত্তর: পোলো
18. ____ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়।
A) রেখন প্রবাহ
B) সংখায়ক প্রবাহ
C) সমান্তরাল প্রবাহ
D) শ্রেণীবদ্ধ প্রবাহ
উত্তর: শ্রেণীবদ্ধ প্রবাহ
19. ‘হাফ ম্যারাথনে’ আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয় ?
A) 45 কিমি
B) 41 কিমি
C) 25 কিমি
D) 21 কিমি
উত্তর: 21 কিমি
20. নিম্নলিখিত কোনটি ভারতের একটি লোকনৃত্য নয়।
A) মোহিনীঅট্টম
B) লাভনি
C) কালবেলিয়া
D) রউফ
উত্তর: মোহিনীঅট্টম
21. ‘ভিটামিন-C’-এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হল—
A) বেরিবেরি
B) গয়টার
C) রিকেট
D) স্কার্ভি
উত্তর: স্কার্ভি
22. কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয় ?
A) তরাই
B) হিলস
C) ডেকান
D) পর্বতমালা
উত্তর: ডেকান
23. হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত ?
A) 60 বছর
B) 62 বছর
C) 65 বছর
D) 58 বছর
উত্তর: 62 বছর
24. কন্টাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে ?
A) টেফলন
B) হাইড্রোজেল
C) নাইলন
D) মাইকা
উত্তর: হাইড্রোজেল
25. সরীসৃপের অধ্যায়ন কে কি বলা হয় ?
A) এনটমোলজি
B) হারপেটোলজি
C) ম্যামালজি
D) ইচথিয়োলজি
উত্তর: হারপেটোলজি
26. 15 শতকে, কোন খেলাটিকে বাবর ভারতের জনপ্রিয় করেছিলেন ?
A) গলফ
B) পোলো
C) কাবাডি
D) ক্যারাটে
উত্তর: পোলো
27. _____হল পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর।
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্যাটোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার
28. গুরগাঁয়ে শুরু হওয়া প্রথম নারী চালিত দুই চাকার গণপরিবহন সেবাকে ___ বলা হয়।
A) বিক্সি ব্লু
B) বিক্সি পিঙ্ক
C) বিক্সি গ্রীন
D) বিক্সি রেড
উত্তর: বিক্সি পিঙ্ক
29. আমাদের মানবদেহে ____ ধরনের পেশী আছে।
A) 4
B) 3
C) 2
D) 1
উত্তর: 3
30. ভারতের প্রথম ব্যাংক কোনটি ?
A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
C) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
D) ব্যাঙ্ক অফ হিন্দুস্তান
উত্তর: ব্যাঙ্ক অফ হিন্দুস্তান
RRB NTPC GK Question PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: RRB NTPC GK Question
File Format: PDF
No. of Pages: 03
File Size: 245 KB
আরও পড়ুন - RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি 2024
আরও পড়ুন - RRB NTPC সিলেবাস 2024
আরও পড়ুন - RRB NTPC 2016 CBT-1 All Shift Question Paper
No comments:
Post a Comment