প্যারিস অলিম্পিক ২০২৪ পদকজয়ী ভারতীয় PDF | ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত PDF
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি 2024 প্যারিস অলিম্পিকে ভারত PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকের ভারতের সমস্ত পদক জয়ীদের নাম-জন্ম-জন্মস্থান-খেলা-ইভেন্ট-পদক এই সকল উল্লেখযোগ্য তথ্য গুলি দেওয়া আছে। যা তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা গুলির কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং নীচের তালিকাটি খুব ভালোভাবে দেখে নিয়ে অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে।
2024 প্যারিস অলিম্পিক
সংস্করণ | 28তম |
খেলা শুরু | 26শে জুলাই 2024 |
খেলা শেষ | 11ই আগস্ট 2024 |
আয়োজক দেশ | প্যারিস , ফ্রান্স |
নীতিবাক্য | গেম ওয়াইড ওপেন |
ভারতীয় প্রতিযোগী সংখ্যা | 115জন |
প্রতিযোগিতা | 16টি |
পতাকা বহনকারী (উদ্বোধনী) | অচন্তা শরথ কমল এবং পি. ভি. সিন্ধু |
পতাকা বহনকারী (শেষের দিন) | মনু ভাকের এবং পি আর শ্রীজেশ |
ভারতের স্থান | 71তম |
মোট পদক সংখ্যা | 6টি (1টি রৌপ্য 5টি ব্রোঞ্জ) |
2028 আয়োজক দেশ | লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রে |
2024 প্যারিস অলিম্পিকে ভারত
■ ক্রীড়াবিদঃ মনু ভাকের
■ জন্মঃ 18ই ফেব্রুয়ারি 2002
■ জন্মস্থানঃ ঝাজ্জর জেলা, হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল
■ পদকঃ ব্রোঞ্জ
■ ক্রীড়াবিদঃ সরবজ্যোত সিং
■ জন্মঃ 30শে সেপ্টেম্বর 2001
■ জন্মস্থানঃ আম্বালা জেলা, হরিয়ানা
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম
■ পদকঃ ব্রোঞ্জ
■ ক্রীড়াবিদঃ স্বপ্নিল কুশালে
■ জন্মঃ 6ই আগস্ট 1995
■ জন্মস্থানঃ কোলহাপুর জেলা, মহারাষ্ট্র
■ খেলাঃ শুটিং
■ ইভেন্টঃ পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন্সে
■ পদকঃ ব্রোঞ্জ
■ ক্রীড়াবিদঃ ভারতীয় পুরুষ হকি দল
■ খেলাঃ ফিল্ড হকি
■ পদকঃ ব্রোঞ্জ
■ ক্রীড়াবিদঃ নীরজ চোপড়া
■ জন্মঃ 24শে ডিসেম্বর 1997
■ জন্মস্থানঃ পানিপত জেলা, হরিয়ানা
■ খেলাঃ অ্যাথলেটিক্স
■ ইভেন্টঃ পুরুষদের জ্যাভলিন থ্রো
■ পদকঃ রুপো
■ ক্রীড়াবিদঃ আমন শেরাওয়াত
■ জন্মঃ 16ই জুলাই 2003
■ জন্মস্থানঃ ঝাজ্জর জেলা, হরিয়ানা
■ খেলাঃ কুস্তি
■ ইভেন্টঃ পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল
■ পদকঃ ব্রোঞ্জ
2024 প্যারিস অলিম্পিক ভারত PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: প্যারিস অলিম্পিক 2024-এ ভারত
File Format: PDF
No. of Pages: 03
File Size: 236 KB
No comments:
Post a Comment