Breaking




Monday, 23 September 2024

CISF Recruitment 2024 - সিআইএসএফ-এ 1130টি পদে নিয়োগ! লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর

CISF Recruitment 2024 - সিআইএসএফ-এ 1130টি পদে নিয়োগ! লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর

CISF Recruitment 2024 - সিআইএসএফ-এ 1130টি পদে নিয়োগ
CISF Recruitment 2024 - সিআইএসএফ-এ 1130টি পদে নিয়োগ
নমস্কার বন্ধুরা,
আমরা আবার তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরও একটি চাকরির খবরটি নিয়ে, যাতে খুবই অল্প শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। আজকের চাকরির বিজ্ঞপ্তিটি হল CISF Recruitment 2024 - সিআইএসএফ-এ 1130টি পদে নিয়োগ। আমরা আজকে এই বিজ্ঞপ্তিটির সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য গুলি অতি সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম, তাই তোমরা যারা উক্ত পদের জন্য আগ্রহী অবশ্যই নীচের প্রতিবেদনটি এবং অফিশিয়াল বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে দেখে আবেদন করে দাও। 

CISF Recruitment 2024

নিয়োগের পদ  CONSTABLE/FIRE (MALE)
রিক্রুটমেন্ট বোর্ড CENTRAL INDUSTRIAL SECURITY FORCE
মোট শূন্য পদ ১১৩০টি
মাসিক বেতন ২১,৭০০ – ৬৯.১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা  দ্বাদশ শ্রেণী (বিজ্ঞান বিভাগের সঙ্গে)
আবেদন শুরুর তারিখ 30/08/2024
আবেদনের শেষ তারিখ 30/09/2024
অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in


⚫️ পদের নাম :: CISF CONSTABLE/FIRE (MALE)

⚫️ মোট শুন্যপদ :: ১১৩০টি

⚫️ রাজ্যে পদ সংখ্যা :: ১১৩০টি পদ প্রতিটি রাজ্যের মধ্যে বিভাজন করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য পদ সংখ্যা ৫৫টি। 

⚫️ বয়সসীমা :: প্রার্থীর বয়স ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ২৩ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণী দের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

⚫️ বেতন :: ২১,৭০০ – ৬৯.১০০ টাকা

⚫️ যোগ্যতা :: উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে পাশ করে থাকতে হবে।

⚫️ আবেদন মূল্য :: 
  • Gen দের জন্য নির্ধারিত আবেদন মূল্য ১০০ টাকা
  • বাকি অন্যান্য দের জন্য আবেদন মূল্য বরাধ্য করা হয়নি
⚫️ আবেদন পদ্ধতি :: প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

⚫️ গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু  ৩০শে আগস্ট ২০২৪
আবেদন শেষ ৩০শে সেপ্টেম্বর ২০২৪

⚫ গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

আরও চাকরির খবর - RRB NTPC Recruitment 2024

No comments:

Post a Comment