আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর 2024 PDF | ICDS Exam Question Answer in Bengali
![]() |
আইসিডিএস MCQ প্রশ্ন উত্তর 2024 PDF |
সুপ্রিয় ICDS পরীক্ষার্থী,
তোমাদের জন্য আজকে আমরা শেয়ার করছি আইসিডিএস MCQ প্রশ্ন উত্তর 2024 PDF এই পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে ৫০টি জিকে এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে যা তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং যদি ভালোলাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে, যার লিংক নীচের বক্সের মধ্যে দেওয়া আছে।
আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর 2024
01. নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন ?
[A] ভগৎ সিং
[B] সুখদেব
[C] যতীন্দ্রনাথ দাস ✔️
[D] কল্পনা দত্ত
02. শিকাগো ধর্মীয় সম্মেলন সংঘঠিত হয় কোন সালে ?
[A] 1890 সালে
[B] 1893 সালে ✔️
[C] 1891 সালে
[D] 1892 সালে
03. সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত ?
[A] রাঁচি ✔️
[B] সিমলা
[C] নাগপুর
[D] বেঙ্গালুরু
04. কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয় ?
[A] 1863 সাল
[B] 1860 সাল ✔️
[C] 1876 সাল
[D] 1888 সাল
05. দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] গুজরাট
[C] তামিলনাড়ু
[D] মহারাষ্ট্র ✔️
06. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত ?
[A] ল্যাসেন
[B] হেগ ✔️
[C] জাকার্তা
[D] নিউইয়র্ক
07. কোন সালে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন - "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" ?
[A] 1940 সালে
[B] 1944 সালে ✔️
[C] 1941 সালে
[D] 1942 সালে
08. পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন ?
[A] বানভট্ট
[B] রামানুজ
[C] চাঁদ বরদই ✔️
[D] হরিহর
09. মনিকরন ভূ-তাপশক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] তামিলনাড়ু
[B] গুজরাট
[C] হিমাচল প্রদেশ ✔️
[D] ছত্তিশগড়
10. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) কোন রাজ্যে ভারতের বৃহত্তম ন্যাচারাল আর্চ আবিষ্কার করেছে ?
[A] উত্তর প্রদেশ
[B] তামিলনাড়ু
[C] মহারাষ্ট্র
[D] ওড়িশা ✔️
11. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
[A] এম এম যোশি
[B] দাদাভাই নওরোজি
[C] ভি ভি প্যাটেল
[D] জি এল নন্দ ✔️
12. মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
[A] লালা লাজপত রায়
[B] বাল গঙ্গাধর তিলক ✔️
[C] লালা হরদয়াল
[D] অ্যানি বেসান্ত
13. কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ "অমুক্তমাল্যদ" কোন ভাষায় রচনা করেন ?
[A] তেলেগু ✔️
[B] কন্নড়
[C] মালায়ালম
[D] তামিল
14. Asian Kabaddi Championship 3023 এর শিরোপা কোন দেশ জিতেছে ?
[A] ভারত ✔️
[B] ইরান
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান
15. ভারতের সভাপতিত্বে G20-এর স্থায়ী সদস্য হলো কে ?
[A] ব্রিটেন
[B] বলিভিয়া
[C] মঙ্গোলিয়া
[D] African Union ✔️
16. কোন মোগল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন ?
[A] দারা শিকোহ ✔️
[B] সুলেমান শিকোহ
[C] খসরু
[D] মুরাদ
17. চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছে কোন তারিখে ?
[A] 13ই জুলাই 2023
[B] 14ই জুলাই 2023 ✔️
[C] 15ই জুলাই 2023
[D] 16ই জুলাই 2023
18. হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি ?
[A] শিবালিক
[B] হিমাদ্রি ✔️
[C] হিমাচল
[D] ধুলাধর
19. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় ?
[A] মাধ্যাকর্ষণ বল
[B] ঘর্ষণজনিত বল ✔️
[C] স্থিরতড়িৎ বল
[D] স্থির চুম্বকীয় বল
20. নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস "The Prophet of Nationalism" আখ্যা দেন ?
[A] বারিন্দ্রকুমার ঘোষ
[B] অরবিন্দ ঘোষ ✔️
[C] মাতঙ্গিনী হাজরা
[D] পুলিনবিহারি দাস
21. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হল-
[A] ফ্লাক্সমিটার
[B] ফ্যাদোমিটার ✔️
[C] এন্ডোস্কোপ
[D] গ্যালভানোমিটার
22. G20 সম্মেলন 2023-এর লোগোর অনুপ্রেরণা কী ?
[A] জাতীয় ফুল
[B] ভারতের পতাকা ✔️
[C] ভারতের কৃষি ব্যবস্থা
[D] ভারতের অগ্রগতি
23. কোন ভাইসয়ের আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] লর্ড কার্জন
[B] লর্ড চেমসফোর্ড
[C] লর্ড মাউন্টব্যাটেন
[D] লর্ড রিডিং ✔️
24. কোন দল SAFF Championship 2023 জয় লাভ করলো ?
[A] কুয়েত
[B] লেবানন
[C] পাকিস্তান
[D] ভারত ✔️
25. Basketball Federation of India এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন ?
[A] তপন বাগচী
[B] পল্লব সিং
[C] অমর শর্মা
[D] আধাভ অর্জুন ✔️
26. সম্প্রতি গর্ভপাতকে বৈধতা দিল কোন দেশের সুপ্রিমকোর্ট ?
[A] মেক্সিকো ✔️
[B] জাপান
[C] চীন
[D] ইতালি
27. বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে ?
[A] 10ই সেপ্টেম্বর ✔️
[B] 11ই সেপ্টেম্বর
[C] 12ই সেপ্টেম্বর
[D] 13ই সেপ্টেম্বর
28. ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্য টি হল ?
[A] কেরল
[B] মহারাষ্ট্র
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক ✔️
29. শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত ?
[A] কেন্দ্রীয় তালিকা
[B] রাজ্য তালিকা
[C] যুগ্ম তালিকা ✔️
[D] কোনোটিই নয়
30. কোন বেদ প্রাথমিক বৈদিক যুগের সভ্যতা সম্পর্কে তথ্য প্রদান করে ?
[A] ঋগ্বেদ
[B] যজুর্বেদ ✔️
[C] অথর্ববেদ
[D] সামবেদ
31. কোন বিপ্লবী "আমরা মরবো জগৎ জাগবে" ডাক দিয়েছিলেন ?
[A] সুভাষ চন্দ্র বসু
[B] ভূপেন্দ্র নাথ দত্ত
[C] যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ✔️
[D] রাশবিহারী বসু
32. হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত ?
[A] উদয়পুর
[B] হায়দ্রাবাদ
[C] কলকাতা ✔️
[D] নাগপুর
33. ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি 700 মেগাওয়াট পারমানবিক বিদ্যুৎ চুল্লি KAPP কোথায় অবস্থিত ?
[A] রাওয়াতভাটা, রাজস্থান
[B] কাকরাপাড়, গুজরাট ✔️
[C] চুটকা, মধ্যপ্রদেশ
[D] গোরখপুর, হরিয়ানা
34. কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যুদ্ধ ঘটে ?
[A] 1910 সালে
[B] 1915 সালে ✔️
[C] 1918 সালে
[D] 1930 সালে
35. ধনধান্যে পুষ্পে ভরা - কার রচনা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] সুরেন্দ্রনাথ রায়
[C] দ্বিজেন্দ্রলাল রায় ✔️
[D] উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
36. Asian Table Tennis Championships 2023-এ ভারতীয় টিম কীসের মেডেল জিতলো ?
[A] সোনা
[B] রূপো
[C] ব্রোঞ্জ ✔️
[D] কোনোটিই নয়
37. 2023 G20 সম্মেলনে ভারত মণ্ডপমে 28 ফুট লম্বা নটরাজ মূর্তি কয়টি ধাতু নিয়ে তৈরি ?
[A] 7 টি
[B] 8 টি ✔️
[C] 6 টি
[D] 5 টি
38. বায়ুমন্ডলে তৃতীয় সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি হল - ?
[A] নাইট্রোজেন
[B] নিয়ন
[C] কার্বন-ডাই-অক্সাইড
[D] আর্গন ✔️
39. 2024 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করবে ?
[A] ব্রাজিল ✔️
[B] দক্ষিণ আফ্রিকা
[C] আমেরিকা
[D] স্পেন
40. চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান-3 ?
[A] উত্তর মেরু
[B] দক্ষিণ মেরু ✔️
[C] উত্তর দক্ষিণ মেরু
[D] পশ্চিম মেরু
41. ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?
[A] 154(1) ধারা ✔️
[B] 155 ধারা
[C] 14 ধারা
[D] 356 ধারা
42. ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি ?
[A] গ্রাম পঞ্চায়েত
[B] জেলা পরিষদ
[C] পঞ্চায়েত সমিতি ✔️
[D] ইউনিয়ন বোর্ড
43. তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয় ?
[A] দস্তা
[B] টিন ও সোনা
[C] টিন ও দস্তা ✔️
[D] অ্যালুমিনিয়াম ও দস্তা
44. কোন সালে জনগণমন প্রথম গাওয়া হয় ?
[A] 1911 সালে ✔️
[B] 1905 সালে
[C] 1902 সালে
[D] 1915 সালে
45. নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ ?
[A] কেরল ✔️
[B] মহারাষ্ট্র
[C] তামিলনাড়ু
[D] পশ্চিমবঙ্গ
46. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত ?
[A] ইউক্রেন
[B] মঙ্গোলিয়া
[C] চীন
[D] রাশিয়া ✔️
47. 2023 Global Peace Index এ ভারতের স্থান কত ?
[A] 120th
[B] 126th ✔️
[C] 130th
[D] 115th
48. চন্দ্রযান-3 এর সাফল্যকে উৎযাপন করতে কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ?
[A] 23শে আগস্ট ✔️
[B] 24শে আগস্ট
[C] 23শে জুলাই
[D] 25শে আগস্ট
49. FIDE World Cup ফাইনালে রানার আপ হলেন কোন দেশের দাবা খেলোয়াড় আর. প্রজ্ঞানন্দ ?
[A] বাংলাদেশ
[B] নেপাল
[C] ভারত ✔️
[D] ভুটান
50. World Athletics Championship 2023-এ কীসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নিরাজ চোপড়া ?
[A] সোনা ✔️
[B] ব্রোঞ্জ
[C] রূপা
[D] কোনোটিই নয়
আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর 2024 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর 2024
File Format: PDF
No. of Pages: 04
File Size: 301 KB
No comments:
Post a Comment