Breaking




Sunday, 25 August 2024

আলোক তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Light Wave Question Answer PDF

আলোক তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Light Waves Question Answer PDF

আলোর তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
আলোর তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা ভৌত বিজ্ঞান বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি টপিকের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টিতে এখনও পর্যন্ত কেউ ভালো প্রশ্ন উত্তর দেয়নি, তাই তোমরা এই সকল উনিক এবং গুরুত্বপূর্ণ টপিক গুলির প্রশ্ন উত্তর কেবলমাত্র আমাদের ওয়েবসাইট থেকেই পাবে। 
আমাদের আজকের পোস্টটি হল, আলোর তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF যে প্রশ্ন গুলি তোমাদের RRB. NTPC, WBCS, WBPSC, SSC এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলিতে এই টপিকের প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে। তাই দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ে নাও। 

আলোক তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর

01. একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য কত হবে যার বক্রতলের ব্যাসার্ধ 40 সেমি ?
উঃ 20 সেমি 

02. আলো বায়ু থেকে কাঁচে যাত্রা করলে কোন ঘটনাটি ঘটে ?
উঃ এটি স্বাভাবিক রেখার দিকে বেঁকে যায় 

03. পেশীয় ব্যথার চিকিৎসায় কোন বিকিরণটি ব্যবহৃত হয় ?
উঃ অবলোহিত বা ইনফ্রারেড 

04. রামধনুর কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম ?
উঃ বেগুনি 

05. বেগুনি আলোর λ -এর পরিসর (nm -এ) কত ?
উঃ 380-450 

06. এক পশলা বৃষ্টির পরে কোথায় রামধনু দেখা যায় ?
উঃ সূর্যের বিপরীতে 

07. একটি তারা যেটি রাতের আকাশে উজ্জ্বল দেখায় এবং স্থির থাকে সেটি হল -
উঃ ধ্রুব তারা 

08. ক্যাথোড রশ্মি নিম্নলিখিত কোন কণার রশ্মিগুচ্ছ/স্রোত ?
উঃ ইলেকট্রনের  

09. আকাশ নীল দেখানোর কারণ কী ?
উঃ বিক্ষেপণ 

10. নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয় ?
উঃ শূন্যস্থান

11. একজন মহাকাশচারীর কাছে আকাশ কিভাবে প্রদর্শিত হয় ?
উঃ অন্ধকার (কালো) 

12. আলোর প্রতিফলনের সূত্র কয়টি ?
উঃ 

13. সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা ?
উঃ প্রতিসরণ ও প্রতিফলন 

14. দুটি ক্রমিক তরঙ্গ শীর্ষ বা ক্রমিক তরঙ্গ পাদের মধ্যে দূরত্বকে কী বলে ?
উঃ তরঙ্গদৈর্ঘ্য 

15. সাদা আলোকে এর উপাদান রঙে বিভক্ত করাকে _______ বলে।
উঃ বিচ্ছুরণ 

আলোক তরঙ্গ প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: আলোক তরঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  243 KB 


No comments:

Post a Comment