Indian Navy Recruitment 2024 :: ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ 2024
![]() |
ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ 2024 |
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ 2024 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। যে প্রতিবেদনটির মধ্যে আমরা উল্লেখিত বিজ্ঞপ্তিটিতে আবেদনের সকল প্রকার তথ্য গুলি সহজ এবং সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম, যা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার আছে। তাই দেরি না করে নীচের তথ্য গুলি দেখে নাও এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা শুরু করে দাও।
বোর্ডের নাম :: Indian Navy
পোস্টের নাম :: Fireman, Tradesman Mate,Fire Engine Driver, Pest Control Worker, Cook, Multi Tasking Staff ইত্যাদি
মোট শুন্যপদ :: ৭৪১ টি
বয়সসীমা :: আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় আছে।
বেতন :: ১৮,০০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত। তবে পদ অনুযায়ী বেতন ভাগ করা আছে।
যোগ্যতা :: বিভিন্ন পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে নুন্যতম যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশ করতেই হবে তারপর বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা যেটা তোমরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখলেই বুঝতে পারবে।
আবেদন মূল্য :: Gen & OBC প্রার্থীদের ২৯৫ টাকা, তবে মহিলা/ SC/ ST/ PwBD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি :: অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি :: যোগ্য প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন চালক এই দুটি পদের ক্ষেত্রে নেওয়া হবে শারীরিক পরীক্ষা। এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সবশেষে ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ২০শে জুলাই ২০২৪ |
আবেদন শেষ | ২রা আগস্ট ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
টেলিগ্রাম চ্যানেল লিংক | Click Here |
No comments:
Post a Comment