Breaking




Tuesday 11 June 2024

পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা PDF | West Bengal Polytechnic College List PDF

পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা PDF | West Bengal Govt Polytechnic College List PDF

পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা
পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের যে পোস্টটি শেয়ার করতে চলেছি সেই পোস্টটি পলিটেকনিক করবে বলে ভাবছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এবং তোমাদের অবশ্যই কাজে আসবে। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি,পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি পলিটেকনিক কলেজের তালিকা এই পোস্টটি নিয়ে, পোস্টটির মধ্যে কলেজ গুলির Name, Code, District, Ins Type, Address এই গুরুত্বপূর্ণ তথ্য গুলি দেওয়া থাকবে। 
আমরা হয়তো জানিনা রাজ্যে সরকারি ও বেসরকারি পলিটেকনিক মিলিয়ে প্রায় ৩৫০টির বেশি কলেজ রয়েছে, আমরা আজকে সেই কলেজ গুলির তালিকা তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। যার মধ্যে কিছু কলেজের নাম নীচে তালিকা আকারে দিলাম এবং সম্পূর্ণ অফিশিয়াল তালিকাটি নীচে দিলাম, সেখান থেকে দেখে নিতে হবে।

West Bengal Govt Polytechnic College List
  1. A.P.C রয় পলিটেকনিক (Acharyya Prafulla Chandra Ray Polytechnic)
  2. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি (Birla Institute of Technology)
  3. রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ (Ramakrishna Mission Shilpapitha)
  4. সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক (Central Calcutta Polytechnic)
  5. জ্ঞান চন্দ্র ঘোষ পলিটেকনিক (Jnan Chandra Ghosh Polytechnic)
  6. B.P.C ইনস্টিটিউট অফ টেকনোলজি (Bipradas Pal Chowdhury Institute of Technology)
  7. North Calcutta পলিটেকনিক (North Calcutta Polytechnic)
  8. M.B.C ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (M.B.C. Institute of Engineering & Technology)
  9. পুরুলিয়া পলিটেকনিক কলেজ (Purulia Polytechnic)
  10. আসানসোল পলিটেকনিক কলেজ (Asansol Polytechnic)
  11. দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল (The Calcutta Technical School)
  12. K.G ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (K.G Engineering Institute)
  13. হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি (Hooghly Institute of Technology)
  14. মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি (Meghnad Saha Institute of Technology)
  15. টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট (Technique Polytechnic Institute)
  16. আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক (Acharya Jagadish Chandra Bose)

West Bengal Private Polytechnic College List
  1. আলিপুরদুয়ার আশুতোষ কলেজ অফ ফার্মাসি এবং অ্যালাইড হেলথকেয়ার রিসার্চ (ALIPURDUAR ASHUTOSH COLLEGE OF PHARMACY & ALLIED HEALTHCARE RESEARCH)
  2. নুরুল ইসলাম ফার্মেসি কলেজ (NURUL ISLAM COLLEGE OF PHARMACY)
  3. বেলারানী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (Belarani Institute of Medical Science)
  4. বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং (Bishnupur Public Institute of Engineering)
  5. মুক্তধারা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (MUKTADHARA INSTITUTE OF MEDICAL SCIENCE)
  6. মল্লভূম ইনস্টিটিউট অফ পলিটেকনিক (Mallabhum Institute of Polytechnic)
  7. নেতাজি কলেজ অফ ফার্মাসি, (বাঁকুড়া) (NETAJI COLLEGE OF PHARMACY,(BANKURA)
  8. সিস্টার নিবেদিতা কলেজ অফ ফার্মেসি (SISTER NIBEDITA COLLEGE OF PHARMACY)
  9. স্প্যানডান কলেজ অফ ফার্মেসি (SPANDAN COLLEGE OF PHARMACY)
পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজের তালিকা

File Format:  List



No comments:

Post a Comment