Breaking




Sunday, 31 March 2024

West Bengal Budget 2024-25 | রাজ্য আর্থিক বাজেট 2024-25

West Bengal Budget 2024-25 | রাজ্য আর্থিক বাজেট 2024-25

West Bengal Budget 2024-25
West Bengal Budget 2024-25
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, ৮ই ফেব্রুয়ারি ২০২৪-এ রাজ্যের ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেছেন। আমরা এখন নীচে আলাদা আলাদা পয়েন্ট করে করে উক্ত বাজেট সম্পর্কে ধারনা দেবার চেষ্টা করছি। তাই তোমরা মনোযোগ সহকারে নীচে দেওয়া তথ্য গুলি দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পোস্টের নীচে অফিশিয়াল বাজেটটি সংগ্রহ করে বিস্তারিত ভাবে দেখে নেবে- 

ভাতার পরিমাণ বৃদ্ধি

লক্ষ্মীর ভান্ডার: এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা SC/ST সম্প্রদায়ের মহিলাদের জন্য প্রতি মাসে ১,২০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করা হবে৷ ৬০বছর বয়সের পরে, সুবিধাভোগীরা বৃদ্ধ বয়স পেনশন প্রকল্পের অধীনে একই আর্থিক সহায়তা পাবেন।

কন্যাশ্রী প্রকল্প:  এই প্রকল্পের মাধ্যমে ভাতার টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হলো।

কৃষি: আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রচারের জন্য, আগামী দুই বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে ২,০০০টি ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করা হবে। এই কেন্দ্রগুলি স্থাপনের জন্য ৪৫০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বীজ সরবরাহ এবং কৃষি পণ্যের বাজার সংযোগ বাড়ানোর জন্য ১,২০০টি কৃষক উৎপাদনকারী সংস্থা স্থাপনের জন্য ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তরুণের স্বপ্ন: স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার কেনার জন্য একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ১০,০০০ টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের অধীনে ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। (যেটা দ্বাদশ শ্রেণীতে পড়া চলাকালীন পেতো।)

তাপবিদ্যুৎ: মোট ২,৯২০ মেগাওয়াট ক্ষমতা সহ চারটি সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট স্থাপন করা হবে। আগামী চার বছরে প্রকল্পের ব্যয় অনুমান করা হয়েছে ২৩,৩৬০ কোটি টাকা।

D.A এর পরিমাণ বৃদ্ধি

রাজ্যের সরকারি কর্মীদের জন্য D.A এর পরিমাণ আরো ৪% বাড়ানো হলো।

নতুন প্রকল্প ঘোষণা

সমুদ্রসাথী প্রকল্প: এই প্রকল্পটি মৎস্যজীবীদের জন্য। এই প্রকল্পের দ্বারা মৎস্যজীবীরা প্রতি মাসে 5000 টাকা করে পাবে। তিনটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) মৎস্যজীবীদের দু’মাস সেই টাকা দেওয়া হবে।

কর্মশ্রী প্রকল্প: কেন্দ্রের প্রকল্প যেমন ১০০ দিনের কাজ ঠিক তেমনি এই প্রকল্পটি হল ৫০ দিনের কাজ। ২০২৪ সালের মে থেকে এই প্রকল্পের অধীনে এমজিএনআরইজিএ জব কার্ডধারীদের কাজ দেওয়া হবে।

অ্যাপ্রেন্টিস প্রকল্প: এই প্রকল্পটি হল পশ্চিমবঙ্গের সেইসব যুবক যুবতীদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ক্ষেত্রগুলিতে বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকে। যারা এই প্রকল্পে আবেদন করবেন এবং এর দ্বারা কোন শিল্পক্ষেত্রে ট্রেনিং করবে তাদের মাসিক দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে।

বাজেটে নতুন ঘোষণা

৭ কিমি ফ্লাইওভার: নিউ টাউন এবং বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য মেট্রোপলিটন এবং মহিষবাথানের মধ্যে চারলিনের একটি ৪ লেন বিশিষ্ট, ৭ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার তৈরির কথা ঘোষণা করা হয়েছে। 

শিল্প সেতু: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় (SH-7) দামোদর নদের উপর ৪ লেন বিশিষ্ট ৬৪০ মিটার দীর্ঘ সেতু স্থাপন করা হবে। 

গঙ্গাসাগর সেতু: দক্ষিণ ২৪- পরগনার মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করা হবে। ফলে গঙ্গাসাগরের তীর্থস্থানে যাতায়াতে সুবিধা হবে।

স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবহার: পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।

বাজেটের বিভিন্ন তথ্য গুলি বিস্তারিত ভাবে পড়তে অফিশিয়াল নোটিশটি সংগ্রহ করে দেখে নাও- Click Here


No comments:

Post a Comment