Breaking




Monday 25 March 2024

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2024 PDF || West Bengal Police Constable Practice Set 2024 PDF

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2024 PDF || West Bengal Police Constable Practice Set 2024 PDF

WBP কনস্টেবল প্র্যাকটিস সেট 2024 PDF
WBP কনস্টেবল প্র্যাকটিস সেট 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার আবেদন পর্ব এখন চলছে। আমরা এখন তোমাদের সেই কনস্টেবল পদে প্রস্তুতির জন্য নিয়ে হাজির হয়েছি, WBP কনস্টেবল প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি নিয়ে। যে সেটটির মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া আছে। 
তাই তোমরা যারা উক্ত পদের জন্য আবেদন করেছো অবশ্যই আমাদের দেওয়া সেটটি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও- 

WBP কনস্টেবল প্র্যাকটিস সেট 2024

01. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে ?
[A] 14
[B] 17
[C] 39
[D] 326 

02. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
[A] 1904 সালে 
[B] 1906 সালে 
[C] 1910 সালে
[D] 1915 সালে

03. প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি ?
[A] NEURALINK 
[B] MICROSOFT
[C] APPLE
[D] AMD

04. জাতীয় দুগ্ধ গবেষনা কেন্দ্র অবস্থিত -
[A] আনান্দে
[B] আহমেদাবাদে
[C] কার্নালে 
[D] চন্ডীগড়ে

05. মহাবীরের মাতার নাম কি ?
[A] দুঃশলা
[B] যশোধরা
[C] ত্রিশলা 
[D] সুজাতা

06. সম্প্রতি Jielong-3 নামে রকেট লঞ্চ করলো কোন দেশ ?
[A] জাপান
[B] চীন 
[C] রাশিয়া
[D] ইজরায়েল

07. দার্শনিকের উল কাকে বলে হয় ?
[A] MgO
[B] ZnO 
[C] CuO
[D] Al2O3

08. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান গুলি চলাচল করে ?
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্রাটোস্ফিয়ার 
[C] মেসোস্ফিয়ার
[D] থার্মোস্ফিয়ার

09. IMF-এর মতে, বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ কত শতাংশ হবে ?
[A] 7%
[B] 5.9%
[C] 6.2%
[D] 6.7% 

10. মানুষের হৃৎপিণ্ড নিম্নের কোনটি দ্বারা আবৃত ?
[A] কনজেক্টিভ
[B] ডুরামেটার
[C] প্লুরা
[D] পেরিকার্ডিয়াম 

11. The antonym of the word weird is
[A] Normal 
[B] Casual
[C] Tired
[D] Worried

12. Select the most appropriate antonym of the given word. Empathy -
[A] Apathy 
[B] Warmth
[C] Appreciation
[D] Sympathy

13. His action is contrary ____ his words. (Approprite Preposition)
[A] of
[B] to 
[C] with
[D] upon

14. The ship, with its crew, —— lost.
[A] were
[B] was 
[C] were getting
[D] was being

15. Choose the right word for love of oneself.
[A] Hedonism
[B] Masochism
[C] Narcissis 
[D] Sadism

16. দুটি সংখ্যার অনুপাত 3:4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত ?
[A] 48 
[B] 50
[C] 56
[D] 60

17. দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
[A] 48 
[B] 60
[C] 72
[D] 80

18. তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
[A] 81
[B] 100 
[C] 121
[D] 144

19. কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত ?
[A] 30 
[B] 32
[C] 34
[D] 36

20. একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে ?
[A] 10টি
[B] 40টি 
[C] 50টি
[D] 80টি

21. যদি মাসের তৃতীয় দিন সোমবার থাকে তবে ২১তম দিনের পরের চতুর্থ দিনটি কি বার হবে ?
[A] সোমবার
[B] মঙ্গলবার 
[C] বুধবার 
[D] শুক্রবার

22. Animals : Zoo :: Books : ?
[A] Book Shop
[B] Museum
[C] Library 
[D] University

23. দিপায়ন ও সুজন দুই ভাই।  পাপড়ি তাদের একমাত্র বোন। শিল্পা হল দিপায়নের স্ত্রী ও সুস্মিতা হল শিল্পার একমাত্র কন্যা। সুজন অবিবাহিত। স্নেহা হল পাপড়ির একমাত্র কন্যা ও সৌরভ হল স্নেহার বাবা। প্রশ্ন হল সুজন সম্পর্কে স্নেহার কে হবে ?
[A] দাদা 
[B] কাকা 
 [C] মামা 
[D] দাদু

24.  যদি বেগুনীকে সবুজ, নীলকে হলুদ, আকাশীকে নীল, সবুজকে আকাশী, হলুদকে বেগুনী, কমলাকে লাল ও লালকে কমলা বলা হয় সেক্ষেত্রে বেনিআসহকলা –কে কীভাবে লেখা হবে ?
[A] হসনিআলাবেক 
[B] সহনিআবেলাক 
[C] আবেলাকসহনি 
[D] হনিসআলাবেকা

25. কোনো একটি সাংকেতিক ভাষায় ‘SIGHT’ কে ‘FVTUG’ লেখা হলে, ওই একই ভাষায় ‘TEAM’ কে কীভাবে লেখা হবে ?
[A] GRNZ
[B] GRMZ
[C] DRPZ 
[D] DQHM


পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2024
 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details :: 

File Name: WBP কনস্টেবল প্র্যাকটিস সেট 2024

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  302 KB 



No comments:

Post a Comment