Breaking




Wednesday 27 March 2024

PSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02

PSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 01

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে ক্লার্কশিপ পরীক্ষার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন উত্তর গুলি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। যা তোমার উক্ত পরীক্ষার প্রস্তুতিতে দারুন ভাবে সহায়তা করবে। 
তাই তোমরা যারা উক্ত পরীক্ষা দেবে অবশ্যই আমাদের দেওয়া এই সেটটি খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও- 

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02

01. শিল্পাঞ্চলে ব্যবহৃত ক্ষমতার একক হলো ?
A. কিলোওয়াট
B. ওয়াট
C. জুল
D. হর্সপাওয়ার 

02. ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে নিম্নের কোন সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে ?
A. পদ্মশ্রী
B. পদ্মভূষণ 
C. পদ্মবিভূষণ
D. ভারতরত্ন

03. Girls’ Under-19 2023 Scottish Junior Open Title জিতলো কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় ?
A. রুবি শর্মা
B. আদ্যা আদভানি
C. আনাহাত সিং 
D. নিকিতা যোশী

04. সূর্য থেকে নির্গত কোন রশ্মি আমাদের জন্য ক্ষতিকর ?
A. গামা রশ্মি
B. UV বিকিরণ 
C. ইনফ্রারেড বিকিরণ
D. আলফা রশ্মি

05. জল বিদ্যুৎ উৎপাদনে কোনশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে ?
A. যান্ত্রিক শক্তি
B. স্থিতিশক্তি
C. তাপ শক্তি
D. গতিশক্তি 

06. বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন কে ?
A. অরিন্দম বাগচী
B. সুকুমার বড়ুয়া
C. গুণধর দাস
D. রণধীর জয়শাল 

07. ভোজপুরী এবং মাগহী ভাষা অঞ্চলের মধ্যে সীমারেখা সৃষ্টি করে কোন নদী ?
A. কোসি
B. ঘর্ঘরা
C. গন্ডক
D. শোন 

08. দুধের ঘনত্ব পরিমাপে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
A. হাইড্রোমিটার
B. ল্যাকটোমিটার 
C. ব্যারোমিটার
D. থার্মোমিটার

09. 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
A. অরবিন্দ পানাগারিয়া 
B. কেশব নায়ার
C. অভীক সরকার
D. আর. মাধবণ

10. SONAR এর পূর্ণ রূপ কি ?
A. সাউন্ড নিউট্রিলাইজেশন এন্ড রেজিং
B. সাউন্ড নেভিগেটিং এন্ড রিচিং
C. সাউন্ড নেভিগেশন এন্ড রেনজিং 
D. সাউন্ড নিউট্রিলাইজেশন এন্ড রিচিং

11. My uncle abides _____ Kolkata.
A. IN 
B. BY
C. WITH
D. TO

12. The naughty boy did not ______ my order.
A. CARRY ON
B. CARRY AWAY
C. CARRY OUT 
D. NONE OF THESE

13. Choose the correctly spelt word.
A. LABARATORY
B. LABORATORI
C. LABORATORY 
D. LABARATARY

14. Objective (synonym word)
A. PURPOSE 
B. ORIGIN
C. INCEPTION
D. SUBJECTIVE

15. The opposite of "remote" is :
A. HIGH
B. LESS
C. FAR
D. NEAR 

16. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে ?
A. 80 মিটার
B. 60 মিটার 
C. 40 মিটার
D. 20 মিটার

17. শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুন হবে ?
A. 1 বছরে
B. 20 বছরে 
C. 5 বছরে
D. 100 বছরে

18. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 120 ফুট। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ?
A. 20 ফুট
B. 25 ফুট
C. 30 ফুট 
D. 40 ফুট

19. 3টি পেন্সিল ও 5টি কলমের দাম একত্রে 55 টাকা। 30 টাকায় 6টি পেন্সিল পাওয়া গেলে 2টি কলমের দাম কত ?
A. 16 টাকা 
B. 20 টাকা
C. 12 টাকা
D. 18 টাকা

20. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম।  তাতে সোনা ও তামার অনুপাত 3:1। তাতে কী পরিমান সোনা মিশ্রিত করলে অনুপাত হবে 4:1 ?
A. 6 গ্রাম
B. 5 গ্রাম
C. 4 গ্রাম 
D. 8 গ্রাম


WBPSC Clerkship Practice Set-2
 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 02

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  300 KB 



No comments:

Post a Comment