বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা PDF || National Team Nicknames
নমস্কার বন্ধুরা,
আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রকম চাকরির পরীক্ষা গুলিতে খেলা থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা খেলা বিষয়ক একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, খেলা বিষয়ক আজকের পোস্টটি হল- বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে বিশ্বের কিছু দেশের ক্রিকেট ও ফুটবল টিমের উপনাম গুলি খুব সুন্দর ভাবে তালিকা আকারে শেয়ার করলাম।
সুতরাং দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তালিকাটি মুখস্ত করে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো যাতে করে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম তালিকা
ডাকনাম | দল/টিম |
---|---|
Blue Tigers | ভারতীয় ফুটবল দল |
ভাংরা বয়েজ | ভারতীয় ফুটবল দল |
Men in Blue | ভারতীয় ক্রিকেট টিম |
Socceroos | অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল টিম |
ক্যাঙ্গারু | অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট টিম |
Bafana Bafana | দক্ষিন আফ্রিকার জাতীয় ফুটবল টিম |
প্রোটিয়াস | দক্ষিন আফ্রিকার ক্রিকেট টিম |
All Blacks | নিউজিল্যান্ডের রাগবি দল |
কিউই/Black Caps | নিউজিল্যান্ডের ক্রিকেট দল |
আজুরি | ইতালির জাতীয় ফুটবল দল |
অরেঞ্জ | নেদারল্যান্ডের জাতীয় ফুটবল দল |
Red Devils | বেলজিয়ামের জাতীয় ফুটবল টিম |
Sky Blue | উরুগুয়ের জাতীয় ফুটবল টিম |
White Eagles | সার্বিয়ার জাতীয় ফুটবল দল |
La Blues | ফ্রান্সের জাতীয় ফুটবল দল |
The Red Fury | স্পেনের জাতীয় ফুটবল দল |
Black Star | ঘানার জাতীয় ফুটবল দল |
বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের জাতীয় দলের ডাকনাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 217 KB
No comments:
Post a Comment