কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন PDF || Submission of Resignations
সুপ্রিয় বন্ধুরা,
আমরা জানি যে ভারতবর্ষে প্রথমিক থেকে উচ্চপদস্ত বহু পদ বর্তমান আছে, যার মধ্যে কিছু পদ নির্বাচনের মাধ্যমে এবং কিছু পদ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে, যে তথ্যটি আমরা কম বেশি অনেকই জানি। কিন্তু আমরা এটা কি জানি! ওই সমস্ত পদাধিকারী ব্যাক্তিরা তাদের পদত্যাগ পত্র কার কাছে জমা দেন? হয়তো এই তথ্যটি অনেকের অজানা।
তাই আমরা তোমাদের এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবার জন্য নিয়ে হাজির হয়েছি, কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা PDF এই পোস্টটি, যে পোস্টটির মধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, PSC-এর চেয়ারম্যান এই সমস্ত পদাধিকারী ব্যাক্তিরা কার কাছে তাদের পদত্যাগ পত্র জমাদেন তথ্য গুলি দেওয়া আছে। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি দেখে নাও-
কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন তালিকা
পদত্যাগকারী | পদত্যাগ পত্র জমা দেন |
---|---|
রাষ্ট্রপতি | উপরাষ্ট্রপতি |
উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
সুপ্রিমকোর্টের বিচারপতি | রাষ্ট্রপতি |
রাজ্যপাল | রাষ্ট্রপতি |
লোক সভার স্পিকার | লোক সভার ডেপুটি স্পিকার |
লোক সভার ডেপুটি স্পিকার | লোক সভার স্পিকার |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
CAG | রাষ্ট্রপতি |
অ্যাটর্নী জেনারেল | রাষ্ট্রপতি |
সলিসিটর জেনারেল | রাষ্ট্রপতি |
UPSC চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
RBI-এর গভর্নর | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের সদস্য | প্রধানমন্ত্রী |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
PSC-এর চেয়ারম্যান | রাজ্যপাল |
অ্যাকাউনট্যান্ট জেনারেল | রাজ্যপাল |
অ্যাডভোকেট জেনারেল | রাজ্যপাল |
কে কার কাছে পদত্যাগ পত্র জমা দেন PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
No comments:
Post a Comment