Breaking




Monday 15 January 2024

SSC GD প্রশ্ন উত্তর PDF || SSC GD Constable Question Answers 2024 PDF

SSC GD প্রশ্ন উত্তর PDF || SSC GD Constable Question Answers 2024 PDF

এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, 100 এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। আমরা আজকের পোস্টটিতে যে প্রশ্ন গুলি দিয়েছি সেই প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য দারুন উপযোগী। তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই প্রশ্ন গুলি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো, যাতে পরবর্তী সময়ে পড়তে পারো। 

 এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর

প্রশ্নঃ পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় ?
উত্তরঃ সূর্য

প্রশ্নঃ ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট ?
উত্তরঃ ৭৪৬ ওয়াট

প্রশ্নঃ ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে কি উল্লেখ আছে ?
উত্তরঃ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা

প্রশ্নঃ লোসার উৎসবটি কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখে

প্রশ্নঃ এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ এ ভারতের স্থান কত ?
উত্তরঃ ১৮০

প্রশ্নঃ সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ NaHCO3.

প্রশ্নঃ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ Official Languages Act কবে কার্যকর হয়েছিল ?
উত্তরঃ ১৯৬৩ সালে

প্রশ্নঃ সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ সিজিয়াম

প্রশ্নঃ তারাদের ঝিকিমিকি করার কারণ কি ?
উত্তরঃ বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

প্রশ্নঃ সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তরঃ রাজীব কুমার

প্রশ্নঃ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়

প্রশ্নঃ ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ?
উত্তরঃ ২২টি

প্রশ্নঃ ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ পঞ্চায়েতি রাজ

প্রশ্নঃ ইসলাম ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ

প্রশ্নঃ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ

প্রশ্নঃ পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ডস

প্রশ্নঃ জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত ?
উত্তরঃ তৃতীয়

প্রশ্নঃ কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ NaOH.

প্রশ্নঃ বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে

প্রশ্নঃ স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন ?
উত্তরঃ জাহাঙ্গীর

প্রশ্নঃ মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয় ?
উত্তরঃ মেডোলা

প্রশ্নঃ প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৬শে জানুয়ারি

প্রশ্নঃ ফ্লোয়েম এর কাজ কি ?
উত্তরঃ খাদ্য পরিবহণ করা

প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন ?
উত্তরঃ অর্থমন্ত্রী

প্রশ্নঃ কোন ব্যক্তির জন্ম দিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয় ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু

প্রশ্নঃ রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ ভারতে জিএসটি কবে চালু হয় ?
উত্তরঃ ১লা জুলাই ২০১৭ সালে

প্রশ্নঃ মানব শরীরে অটোজোমের সংখ্যা কত ?
উত্তরঃ ২২ জোড়া

প্রশ্নঃ সিন্ধু দর্শন উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখে

প্রশ্নঃ চৌরিচৌরা ঘটনা কবে হয়েছিল ?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি ১৯২২ সালে

প্রশ্নঃ মেঘালয়ের গারো উপজাতিরা কোন উৎসব পালন করে ?
উত্তরঃ ওয়ানগালা

প্রশ্নঃ ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে ?
উত্তরঃ তৃতীয় অধ্যায়ে

প্রশ্নঃ পঞ্চায়েতি রাজ ভারতের কোন অধ্যায়ে রয়েছে ?
উত্তরঃ নবম অধ্যায়ে

প্রশ্নঃ Regional Rural Bank Act কবে কার্যকর হয় ?
উত্তরঃ ১৯৭৬ সালে

প্রশ্নঃ ধাতুর সঙ্গে জল মেশালে কোনটি পাওয়া যাবে ?
উত্তরঃ ক্ষার

প্রশ্নঃ ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড

প্রশ্নঃ ইস্ট এর প্রয়োগ কোথায় করা হয় ?
উত্তরঃ অ্যালকোহল তৈরি করতে

প্রশ্নঃ অ্যালকোহলের সঙ্গে NaCl মিশ্রিত করলে কোনটি পাওয়া যাবে ?
উত্তরঃ হাইড্রোজেন

প্রশ্নঃ নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম ও শেষ মৌল কোনটি ?
উত্তরঃ হাইড্রোজেন ও থোরিয়াম

প্রশ্নঃ গাছের গ্যাসীয় বর্জ্য কীসের মাধ্যমে নির্গত হয় ?
উত্তরঃ পাতার স্টোমাটার মাধ্যমে

প্রশ্নঃ অটল পেনশন যোজনার সর্বোচ্চ বয়সসীমা কত ?
উত্তরঃ ৬০ বছর

প্রশ্নঃ ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?
উত্তরঃ লখনউ, উত্তরপ্রদেশ

প্রশ্নঃ মৌলিক কর্তব্য কোন কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে ?
উত্তরঃ সরণ সিং কমিটি

প্রশ্নঃ নিরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিল ?
উত্তরঃ টোকিও অলিম্পিক

প্রশ্নঃ এন. কে. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান ?
উত্তরঃ ১৫তম

প্রশ্নঃ দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি ?
উত্তরঃ ওনাম

প্রশ্নঃ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে –
উত্তরঃ অণুচক্রিকা

প্রশ্নঃ নর্মদাপুরাম শহর কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্নঃ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর

প্রশ্নঃ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ভারত মোট কতগুলি ODI ম্যাচ খেলেছে ?
উত্তরঃ ১০০০

প্রশ্নঃ হিমালয়ের পূর্বভাগ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ ব্রহ্মপুত্র

প্রশ্নঃ ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা (চিল্কা হ্রদ)

প্রশ্নঃ CnH2n কার রাসায়নিক ফর্মুলা ?
উত্তরঃ অ্যালকিন

প্রশ্নঃ মন্ত্রীসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে -এটি কোন ধারায় বর্ণিত রয়েছে ?
উত্তরঃ ৭৫ (৩) ধারায়

প্রশ্নঃ সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
উত্তরঃ ঋগ্বেদ

প্রশ্নঃ এইডস এর ভাইরাসের নাম কি ?
উত্তরঃ HIV ভাইরাস

প্রশ্নঃ বিড়ি কোন পাতায় তৈরি হয় ?
উত্তরঃ তামাক পাতায়

প্রশ্নঃ অষ্টম বারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ২০২২ কে জিতেছেন ?
উত্তরঃ পঙ্কজ আডবাণী

প্রশ্নঃ গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে ?
উত্তরঃ কলিফর্ম

প্রশ্নঃ চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তরঃ অষ্টম

প্রশ্নঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পেশায় কি ছিলেন ?
উত্তরঃ আইনজীবী

প্রশ্নঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে ‘Twenty Point Programme’ চালু হয় ?
উত্তরঃ ১৯৭৫ সালে

প্রশ্নঃ কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ Kala Ghoda Arts উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?
উত্তরঃ জানুয়ারি

প্রশ্নঃ ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ ক্লোরিন

প্রশ্নঃ অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?
উত্তরঃ বক্সাইট

প্রশ্নঃ মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?
উত্তরঃ  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

প্রশ্নঃ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয় ?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন ?
উত্তরঃ বোধগয়া

প্রশ্নঃ ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন ?
উত্তরঃ ১৯৬৬ সালে

প্রশ্নঃ কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ Na2Co3,10H2O.

প্রশ্নঃ অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?
উত্তরঃ রাষ্ট্রপতি

প্রশ্নঃ ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি

প্রশ্নঃ হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?
উত্তরঃ জারণ

প্রশ্নঃ ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কে. সি. নিয়োগী

প্রশ্নঃ সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে ?
উত্তরঃ ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)

প্রশ্নঃ কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?
উত্তরঃ সুবেরিন

প্রশ্নঃ গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন ?
উত্তরঃ রাওলাট আইন

প্রশ্নঃ ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ

প্রশ্নঃ বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত ?
উত্তরঃ দশম

প্রশ্নঃ ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?
উত্তরঃ চার্টার অ্যাক্ট বা সনদ আইন

প্রশ্নঃ ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?
উত্তরঃ গিরিরাজ সিংহ

প্রশ্নঃ কোন প্রাণীর অযৌন জনন দেখা যায় ?
উত্তরঃ হাইড্রা

জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর 2024 PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment